মোহাম্মদ মহসিন

বিশিষ্ট রাজনীতিক, আইনজীবী, মুক্তিযুদ্ধের সংগঠক, রাজশাহী-১ ও ১১ আসনের দুইবারের সাংসদ, তৎকালীন বৃহত্তর রাজশাহীর আওয়ামী রাজনীতির প্রাণপুরুষ- ‘এ্যাড. মোহাম্মদ মহসিন’ ১৯৩১ সালের ২১ মে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের কবিরাজটোলা গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা আব্দুল আজিজ ও মাতা আয়না বেগম।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জাতীয় নেতা-তৎকালীন উত্তরবঙ্গের প্রাণপুরুষ ‘শহীদ কামারুজ্জামান হেনা’ সাহেবের ঘনিষ্ঠ ছিলেন এ্যাডভোকেট মোহাম্মদ মহসিন। ৬২ পরবর্তী সময়ে দুইবার রাজশাহী শহর আওয়ামী লীগের সভাপতি, ১৯৬৮-৭৩ সময়ে রাজশাহী জেলা (তৎকালীন চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নওগাঁ ও নাটোর নিয়ে গঠিত বৃহত্তর রাজশাহী) আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, পরবর্তী সময়ে একাধিকবার রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সভাপতির দায়িত্ব পালন করেন।

১৯৭০ সালে আওয়ামীলীগ পার্লামেন্টারী বোর্ড কর্তৃক রাজশাহীর বোয়ালিয়া-পবা-তানোর-গোদাগাড়ী এলাকা থেকে এমএনএ প্রার্থী হিসেবে নৌকার মনোনয়ন পেলেও ব্যক্তিগত কারণে নির্বাচন করেননি। তবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে ১৯৭১ সালে রাজশাহী সংগ্রাম পরিষদের আহ্বায়কের দায়িত্ব পালন করেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালীন সময়ে ভারতের মুর্শিদাবাদের পানিপিয়া ক্যাম্পের ইনচার্জের দায়িত্ব পালন করেন। প্রায় ১০০০ মুক্তিযোদ্ধাকে প্রশিক্ষণ দেন। সংগঠক হিসেবে তিনি মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
১৯৭৫ সালের উপ-নির্বাচনে বাকশাল পদ্ধতিতে রাজশাহী-১১ আসনে (রাজশাহী সদর-বোয়ালিয়া-পবা) সংসদ সদস্য এবং ১৯৭৯ সালে জাতীয় সংসদ নির্বাচনে আ.লীগের নৌকার প্রাথী হিসেবে রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) থেকে এমপি নির্বাচিত হোন। সংসদ সদস্য হিসেবে সেই সময় রাজশাহী জেলার বহুমুখী উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

বৃহত্তর রাজশাহী জেলার (১৯৭২-১৯৭৬ পর্যন্ত) জিপি (গভ. প্লিডার) ছিলেন বিশিষ্ট আইনজীবী মোহাম্মদ মহসিন। ১৯৭০ সালে রাজশাহীতে উত্তরবঙ্গের প্রথম আইন মহাবিদ্যালয় প্রতিষ্ঠায় তাঁর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। মৃত্যুবধি রাজশাহী আইন কলেজের গভর্নিং বডির প্রতিষ্ঠাতা-সভাপতির দায়িত্ব পালন করেন। এছাড়াও রাজশাহী আইন কলেজে দীর্ঘদিন শিক্ষকতা করেন।

বহু জনহিতকর প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলেন। সোনালী ব্যাংকের পরিচালক ছিলেন। রাজশাহী লোকনাথ হাইস্কুলের ম্যানেজিং কমিটির সহ-সভাপতি, রাজশাহী সিটি কলেজের নির্বাহী সদস্য, রাজশাহী জেলা জাতীয় যক্ষা সমিতির নির্বাহী সদস্য , রাজশাহী হোমিওপ্যাথ কলেজর নির্বাহী সদস্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত একাধিকবারের সিনেট এবং সিন্ডিকেট সদস্য ছিলেন।

মোহাম্মদ মহসিন ১৯৪৭ সালে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের দাদনচক হাই মাদ্রাসা থেকে ম্যাট্রিকুলেশন পাস করেন। ১৯৫০ সালে রাজশাহী গভ. কলেজ থেকে বি.এ এবং ১৯৫৭ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এল.এল-বি ডিগ্রী লাভ করেন। ১৯৫৭ পরবর্তী সময়ে পরিবারসহ চাঁপাইনবাবগঞ্জের বিনোদপুর থেকে (কর্মসূত্রে) রাজশাহীতে স্থায়ী হোন। ব্যক্তিগত জীবনে তিন ছেলে ও দুই মেয়ের জনক। ২০০৪ সালের ৮ অক্টোবর তিনি মৃত্যুবরণ করেন। {অসমাপ্ত……/ বিস্তারিত প্রকাশিতব্য গ্রন্থ- ‘আলোকিত চাঁপাইনবাবগঞ্জ’ www.alokito-chapainawabganj.com (চাঁপাইনবাবগঞ্জের দু’শো বছর ইতিহাসের বিশিষ্ট ব্যক্তিদের সংক্ষিপ্ত জীবনী-১ম ও ২য় খণ্ড), লেখক- মাহবুবুল ইসলাম ইমন}