প্রফেসর মেঘনাদ সাহা গুণী শিক্ষক ও জীববিজ্ঞানী। একজন সজ্জন মানুষ। চাঁপাইনবাবগঞ্জের গুণি মানুষটি থাকেন রাজশাহীর কুমারপাড়ায়। পিএসসির মাধ্যমে মনোনিত হয়ে রাজশাহী কলেজ, কারমাইকেল কলেজ রংপুর, রাজশাহী সরকারি সিটি কলেজ, চুয়াডাঙ্গা সরকারি কলেজ, নবাবগঞ্জ সরকারি কলেজে অত্যন্ত সুনামের সাথে শিক্ষকতা করেন।
দীর্ঘ ৩৫ বছর শিক্ষকতা জীবনে বহু ছাত্র পড়িয়েছেন। যারা আজ জেলার কৃতি সন্তান। চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজে প্রাণীবিজ্ঞান বিষয়ে অনার্স কোর্স চালুর ব্যাপারে অবদান রাখেন। শৃঙ্খলা কমিটির আহবায়ক ও নবাবগঞ্জ সরকারি কলেজ শিক্ষক কাউন্সিলের একাধিকবারের সেক্রেটারী ছিলেন।
উচ্চ মাধ্যমিক জীববিজ্ঞান দ্বিতীয় পত্র, হাইয়ার সেকেন্ডারী জুওলোজি গ্রন্থের প্রণেতা তিনি। যেগুলো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অনার্স ও মাস্টার্সের তালিকাভুক্ত গ্রন্থ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সদস্যসহ বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। মুক্তিযুদ্ধের সময় ভারতের কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ সহায়ক সমিতির একজন নিবন্ধিত শিক্ষক হিসেবে মুক্তিযুদ্ধের স্বপক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আলোকিত চাঁপাইনবাবগঞ্জ ফাউন্ডেশনের উপদেষ্টা সদস্যসহ জড়িত রয়েছে বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান ও সংগঠনে। {অসমাপ্ত…/বিস্তারিত প্রকাশিতব্য গ্রন্থ- ‘আলোকিত চাঁপাইনবাবগঞ্জ’ www.alokito-chapainawabganj.com (চাঁপাইনবাবগঞ্জের দু’শো বছর ইতিহাসের বিশিষ্ট ব্যক্তিদের সংক্ষপ্তি জীবনী ১ম ও ২য় খণ্ড) লেখক- মাহবুবুল ইসলাম ইমন}