আব্দুস সামাদ

‘এ্যাড.আব্দুস সামাদ’ রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, আইনজীবী, রাজনীতিক ও সমাজসেবী। চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা পরিষদের দুইবারের সফল চেয়ারম্যান এ্যাড.আব্দুস সামাদ।

একাত্তরের মহান মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। যুদ্ধকালীন কমান্ডার, স্কট লিডার হিসেবে তিনি ৪টি প্লাটুনের নেতৃত্ব দিয়েছেন। ১৯৬৮-৬৯ সালে বাংলাদেশ ছাত্রলীগের চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ শাখার সভাপতি, ১৯৬৯-৭০ সালে নবাবগঞ্জ মহকুমা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেন। বতর্মানে চাঁপাইনবাবগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদে নেতৃত্ব দিচ্ছেন। চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি, চাঁপাইনবাবগঞ্জ জেলা সেক্টর কমান্ডার ফোরামের প্রতিষ্ঠাতা-সভাপতি, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চ জেলা কমিটির সভাপতি, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির জেলা সভাপতি প্রভৃতি দায়িত্ব পালন করছেন।

উপজেলা চেয়ারম্যান থাকাকালীন ভোলাহাট উপজেলার উন্নয়নে নানামুখী অবদান রাখেন। দু’বার চাঁপাইনবাবগঞ্জ-২ আসন থেকে সংসদ নির্বাচনও করেছেন। {অসমাপ্ত… / বিস্তারিত প্রকাশিতব্য গ্রন্থ- ‘আলোকিত চাঁপাইনবাবগঞ্জ’ www.alokito-chapainawabganj.com (চাঁপাইনবাবগঞ্জের দু’শো বছর ইতিহাসের বিশিষ্ট ব্যক্তিদের সংক্ষিপ্ত জীবনী)}