ডি.এম তালেবুন নবী

ডি.এম তালেবুন নবী। গুণি সাংবাদিক ও সমাজসেবী। ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ জেলার প্রথম প্রেসক্লাব ‘চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাব’ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন। পরবর্তী সময়ে চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন দায়িত্ব পালন করেন। কাজ করেছেন দৈনিক বাংলায়, বাংলাদেশ টেলিভিশনে এবং দৈনিক জনকণ্ঠে। দীর্ঘ ৬০ বছর ধরে সাংবাদিকতায় অবদান রেখে চলেছেন।

জাতীয় গণমাধ্যমে সাংবাদিকতার পাশাপাশি ‘সাপ্তাহিক চাঁপাই সংবাদ’ নামের পত্রিকাটি ৯০ এর দশকে সম্পাদক ও প্রকাশক হিসেবে নিয়মিত প্রকাশ করতেন। ‘সাপ্তাহিক চাঁপাই সংবাদ’ এর মাধ্যমে তৎকালীন সময়ে চাঁপাইনবাবগঞ্জের বেশ কিছু সাংবাদিকের হাতেখড়ি হয়। সাংবাদিকতার পাশাপাশি তালেবুন নবী চাঁপাইনবাবগঞ্জের শিক্ষা বিস্তারে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় অবদান রাখেন। চাঁপাইনবাবগঞ্জের শাহনেয়ামতুল্লাহ কলেজ ও গ্রীণভিউ উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার সঙ্গে যুক্ত ছিলেন।