বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবী, করোনাকালের অন্যতম ফ্রন্ট লাইনার- ‘ডা.গোলাম রাব্বানী’ ১৯৬৪ সালের ১৩ আগষ্ট চাঁপাইনবাবগঞ্জের হরিপুরে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা প্রয়াত আবুল হোসেন এবং মাতা মোসা. সেফালী খাতুন।
রাজশাহী মেডিক্যাল কলেজ থেকে তিনি ১৯৮৮ সালে এম.বি.বি.এস ডিগ্রী লাভ করেন। পরবর্তীতে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে মেডিক্যাল সাইন্সের সর্বচ্চো এম.ডি (ইন্টারনাল মেডিসিন) ডিগ্রী অর্জন করেন।
১৯৯৮ সালে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মেডিক্যাল অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে দেশের বিভিন্ন উপজেলায় মেডিক্যাল অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। সরাসরি-প্রত্যক্ষভাবে রাজনীতি-সমাজসেবার লক্ষ্যে ২০১৪ সালে সরকারি চাকুরী হতে ইস্তফা দেন এবং আওয়ামীলীগের রাজনীতিতে সক্রিয় হোন। মূলত পারিবারিকভাবে ছোটবেলা থেকেই তিনি আ.লীগের রাজনীতির সাথে যুক্ত।
বৈশ্বিক মহামারী করোনাকালে, চাঁপাইনবাবগঞ্জে করোনা প্রতিরোধ ও নিয়ন্ত্রণে ফ্রন্ট লাইনার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ডা. গোলাম রাব্বানী। চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে করোনা ইউনিট স্থাপন, চিকিৎসক ও প্রশাসনের মাঝে সমন্বয় স্থাপন, করোনা রোগীদের সুচিকিৎসা, অক্সিজেন সিলিন্ডার সংগ্রহ, অক্সিজেন প্ল্যান্ট, টিকাদান কর্মসূচি প্রভৃতি ক্ষেত্রে তাঁর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।
করোনাকালে বহু অসহায়-দুস্থ পরিবারকে খাদ্য ও আর্থিক সহযোগিতা করেছেন। পুরো করোনাকাল সময়টাতে ফ্রন্ট লাইনে থেকে, জীবনের ঝুঁকি নিয়ে অদ্যাবধি করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছেন। ডেঙ্গু ও করোনা প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন এলাকা ও শিক্ষা প্রতিষ্ঠানে প্রচারণা, মাস্ক ও লিফলেট বিতরণ করেছেন। নিজস্ব উদ্যোগে হাসপাতালে স্যানিটাইজ বিতরণ, বেশ কিছু অসহায়-পঙ্গু রোগীকে হুইল চেয়ার প্রদানসহ নানামুখী সেবামূলক কার্যক্রম করে প্রশংসিত হয়েছেন।
মেডিসিন বিশেষজ্ঞ ডা. গোলাম রাব্বানী বর্তমানে রাজশাহীর বারিন্দ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত রয়েছেন।
দীর্ঘদিন তিনি চিকিৎসকদের পেশাজীবী সংগঠন- বি.এম.এ ও স্বাচিপের নেতৃত্ব দিচ্ছেন। ২০০৪ সালে চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা, স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) প্রতিষ্ঠা ও পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পরবর্তীতে স্বাচিপের প্রতিষ্ঠাতা-সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। স্বাচিপের প্রতিষ্ঠাতা-সভাপতি ছিলেন ভাষাসৈনিক ও মুক্তিযুদ্ধের সংগঠক, বর্ষিয়ান রাজনীতিক ডা. আ.আ.ম মেসবাহুল হক বাচ্চু। বর্তমানে ডা. গোলাম রাব্বানী স্বাচিপের সভাপতির দায়িত্ব পালন করছেন।
বাংলাদেশ মেডিক্যাল এ্যাসোসিয়েশন (বি.এম.এ), চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার পরপর তিনবার নির্বাচিত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি বিএমএ, চাঁপাইনবাবগঞ্জ জেলার সাধারণ সম্পাদক এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্লিনিক এ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশনের সভাপতির দায়িত্বে রয়েছেন।
চাঁপাইনবাবগঞ্জের মানুষদের আধুনিক-সুচিকিৎসার জন্য স্থানীয় অন্যান্য চিকিৎসকদের নিয়ে ২০২১ সালে গড়ে তোলেন বেসরকারি আধুনিক হাসপাতাল- ম্যাক্স হসপিটাল। বর্তমানে তিনি ম্যাক্স হসপিটালের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।
চিকিৎসা, সমাজসেবার পাশাপাশি রাজনীতির সাথেও যুক্ত রয়েছেন। চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা বঙ্গবন্ধু পরিষদের আজীবন সদস্য ডা. গোলাম রাব্বানী বর্তমানে চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন।
চাঁপাইনবাবগঞ্জের আওয়ামীলীগের রাজনীতিতে যারা গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন, প্রয়াত হয়েছেন এমন সকল আওয়ামীলীগ নেতাদের সম্মান জানাতে ২০১৮ সালে আলোচনা সভা, দোয়া মাহফিল ও ইফতারের আয়োজন করেন। প্রয়াত নেতাদের শ্রদ্ধা ও সম্মান জানানোর তাঁর এই ব্যতিক্রমী উদ্যোগটি সেই সময় প্রশংসিত হয়।
চাঁপাইনবাবগঞ্জ সাধারণ পাঠাগারের আজীবন সদস্য, অন্ধকল্যাণ সমিতির আজীবন সদস্য, রেডক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য, নবাবগঞ্জ ক্লাবের আজীবন সদস্য, ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির পৃষ্ঠপোষক সদস্য, বাংলাদেশ সোসাইটি অব মেডিসিনের আজীবন সদস্যসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে যুক্ত রয়েছেন। {অসমাপ্ত……/ বিস্তারিত প্রকাশিতব্য গ্রন্থ- ‘আলোকিত চাঁপাইনবাবগঞ্জ’www.alokito-chapainawabganj.com (চাঁপাইনবাবগঞ্জের দু’শো বছর ইতিহাসের বিশিষ্ট ব্যক্তিদের সংক্ষিপ্ত জীবনী-১ম ও ২য় খণ্ড), লেখক- মাহবুবুল ইসলাম ইমন}