এমরান হোসেন

তরুণ ইসলামি চিন্তাবিদ ও গবেষক ড.মোহা.এমরান হোসেন ১৯৭২ সালের ৩০ জানুয়ারী চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের একবরপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা প্রয়াত একবর আলী এবং মাতা মোসা.নার্গিস বেগম। ছয় বোন ও চার ভাইয়ের মধ্যে এমরান হোসেন পিতা-মাতার সপ্তম সন্তান।

তিনি চাঁপাইনবাবগঞ্জ কামিল মাদ্রাসা থেকে ১৯৯৩ সালে প্রথম বিভাগে ‘কামিল (হাদীছ)’, ১৯৯৪ সালে প্রথম বিভাগে ‘কামিল (তাফসীর)’ ও নবাবগঞ্জ সরাকরি কলেজ থেকে ১৯৯৫ সালে প্রথম বিভাগে বি.এ পাশ করেন। মেধাবী ছাত্র ড.এমরান হোসেন রাজশাহী কলেজ থেকে ১৯৯৮ সালে ইসলামিক স্টাডিজ বিভাগে এম.এ (প্রথম বিভাগ) এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ২০০৭ সালে ‘হিজরী চতুর্থ ও পঞ্চম শতাব্দীতে হাদীছ চর্চার প্রকৃতি ও ধারা:একটি পর্যালোচনা ‘অভিসন্দর্ভ রচনা করে পি.এইচ.ডি ডিগ্রী অর্জন করেন।

সৎ ও সাধারণ জীবনে অভ্যস্ত মোহা.এমরান হোসেন সুনামের সাথে দীর্ঘদিন চাঁপাইনবাবগঞ্জ আলিয়া মাদ্রাসার উপাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি শঙ্করবাটি হেফজুল উলুম এস.কে কামিল (¯œাতকোত্তর) মাদ্রাসার অধ্যক্ষ হিসেবে কর্মরত রয়েছেন। সম্প্রতি জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৬ এ মাদ্রাসা পর্যায়ে চাঁপাইনবাবগঞ্জ জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হয়েছেন ড. মোহাম্মদ এমরান হোসেন। একই সাথে শঙ্করবাটি হেফজুল উলুম এস.কে কামিল মাদ্রাসাটিও জেলার শ্রেষ্ঠ মাদ্রাসা নির্বাচিত হয়েছে। শিক্ষকতার পাশাপাশি শিবগঞ্জের বিনোদপুর ঈদগাহসহ বেশ কয়েকটি ঈদগাহ ও মসজিদের ইমামতি করে থাকেন সমাজসেবী ড.মোহা.এমরান হোসেন। ‘ইসলাম’ বিষয়ক বিভিন্ন সৃষ্টিশীল-গবেষণাধর্মী লেখালেখি করে ইতোমধ্যেই খ্যাতি অর্জন করেছেন ‘তরুণ ইসলামি চিন্তাবিদ ও গবেষক’- ড.মোহা.এমরান হোসেন। {অসমাপ্ত……/ বিস্তারিত প্রকাশিতব্য গ্রন্থ- ‘আলোকিত চাঁপাইনবাবগঞ্জ’www.alokito-chapainawabganj.com (চাঁপাইনবাবগঞ্জের দু’শো বছর ইতিহাসের বিশিষ্ট ব্যক্তিদের সংক্ষিপ্ত জীবনী-১ম ও ২য় খণ্ড), লেখক- মাহবুবুল ইসলাম ইমন}