আলতাফ হোসেন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য(ভিসি), বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক- `প্রফেসর ড.আলতাফ হোসেন’ ১৯৪৫ সালের ১ জানুয়ারি চাঁপাইনবাবগঞ্জ শহরের চাঁদলাই এলাকায় জন্মগ্রহণ করেন। তাঁর পিতা ইসাহাক বিশ্বাস ও মাতা আফরোজা বেগম। গুণি শিক্ষাবিদ, গবেষক ও লেখক ‘প্রফেসর মুহম্মদ এলতাসউদ্দিন’ এর তিনি ছোট ভাই।

আলতাফ হোসেন ১৯৬০ সালে চাঁপাইনবাবগঞ্জ হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ম্যাট্রিকুলেশন এবং ১৯৬২ সালে রাজশাহী সরকারি কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করেন। একই কলেজ থেকে ১৯৬৪ সালে বিএসসি এবং ১৯৬৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি ডিগ্রী লাভ করেন। পরবর্তী সময়ে ১৯৭৫ সালে ভারতের অন্ধ্র বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
দীর্ঘ ৬০ বছর শিক্ষকতা জীবনে বহু ছাত্র পড়িয়েছেন। যারা আজ জেলার কৃতি সন্তান, বিভিন্ন উচ্চ পদস্থ সরকারি-বেসরকারি কর্মকর্তা। মানুষ গড়ার কারিগর, গুণি শিক্ষক হিসেবে তাঁর সুনাম রয়েছে। চাঁদপুর সরকারি কলেজ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সুনামের সাথে দীর্ঘদিন শিক্ষকতা করেছেন।

অধ্যাপক আলতাফ হোসেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (১৯৯৪-১৯৯৬) এবং উপাচার্য (২০০৫-২০০৮) হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের সভাপতি, জীব ও ভূবিজ্ঞান অনুষদের ডীন, ইনস্টিটিউট অব বায়োলজিক্যাল সায়েন্স-এর পরিচালক প্রভৃতি পদে দায়িত্ব পালন করেন।

মিঠা পানির মৎস সম্পদের উপর বিশেষ গবেষণা করেন এবং অন্যদের প্রশিক্ষণ দিয়ে খ্যাতি অর্জন করেন। গবেষণা কাজে বিভিন্ন দেশ সফর করেছেন। বহুসংখ্যক গবেষক তাঁর অধীনে উচ্চতর গবেষণা সম্পাদন করেন। একক ও যৌথভাবে তিনি ৮টি গ্রন্থ রচনা করেন। যেগুলো উচ্চশ্রেণিতে পড়ানো হয়। প্রফেসর আলতাফ হোসেন ২০২০ সালের ৫ নভেম্বর মৃত্যুবরণ করেন। {অসমাপ্ত……/ বিস্তারিত প্রকাশিতব্য গ্রন্থ- ‘আলোকিত চাঁপাইনবাবগঞ্জ’ www.alokito-chapainawabganj.com (চাঁপাইনবাবগঞ্জের দু’শো বছর ইতিহাসের বিশিষ্ট ব্যক্তিদের সংক্ষিপ্ত জীবনী-১ম ও ২য় খণ্ড) লেখক- মাহবুবুল ইসলাম ইমন}