অভয়পদ মুখোপাধ্যায়

Share With

মানবতাবাদী-সমাজসেবী, গুণী শিক্ষক, আলোকিত মানুষ- অভয়পদ মুখোপাধ্যায় জন্মেছিলেন ১৯২২ সালের ৫ মে চাঁপাইনবাবগঞ্জ শহরের বটতলাহাটের জয়নগর মহল্লায়। তাঁর পিতা হরিপদ মুখোপাধ্যায় ও মাতা হেমশশী মুখোপাধ্যায়। দুই ভাই ও দুই বোনের মধ্যে সবার বড় অভয়পদ মুখার্জী।

ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান- নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয় (টাউন হাই স্কুল) প্রতিষ্ঠার পর প্রথমদিকের জনপ্রিয় শিক্ষক ছিলেন। স্কুল পরিচালনায় অগ্রণী ভূমিকা পালন করেন এবং সেই বিদ্যালয়েই দীর্ঘদিন শিক্ষকতা করেন। তিনি শিক্ষকতা করে যে অর্থ পেতেন তা গরীব-মেধাবী ছাত্র-ছাত্রীদের দান করতেন। তিনি ছিলেন আদর্শ শিক্ষক, মানুষ গড়ার কারিগর। তাঁর বহু ছাত্র দেশে-বিদেশের বিভিন্ন ক্ষেত্রে আজ প্রতিষ্ঠিত। অভয়পদ মুখোপাধ্যায় সর্বদা নগ্নপায়ে চলাফেরা করতেন।

সমাজসেবী অভয় বাবু চাঁপাইনবাবগঞ্জ শহরের রামকৃষ্ণ মিশনের (দাতব্য চিৎিসালয়) ছিলেন প্রতিষ্ঠাতা-পরিচালক এবং মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি সুনামের সাথে এ দায়িত্ব পালন করেন। বিয়ে-সংসার না করে সারাজীবন সমাজসেবা আর ধর্ম-কর্ম করেই কাটিয়ে দিয়েছেন।

মানবতাবাদী, শিক্ষাহিতৈষী অভয়পদ মুখোপাধ্যায় ১৯৯৯ সালের ২৫ মার্চ চিরকুমার হিসেবে মারা যান। গুণি এই সমাজসেবককে জাতীয় সাহিত্য পরিষদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা থেকে ১৯৯৯ সাালে জাতীয় সাহিত্য পরিষদ পুরস্কার-সম্মাননা এবং চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা থেকে ২০০৩ সালে ‘চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা শতবর্ষ পূর্তি উৎসব সম্মাননা’ (মরণোত্তর) প্রদান করা হয়। {অসমাপ্ত/বিস্তরিত প্রকাশিতব্য গ্রন্থ- ‘আলোকিত চাঁপাইনবাবগঞ্জ’ www.alokito-chapainawabganj.com (চাঁপাইনবাবগঞ্জের দু’শো বছর ইতিহাসের বিশিষ্ট ব্যক্তিদের সংক্ষিপ্ত জীবনী ১ম ও ২য় খণ্ড) লেখক- মাহবুবুল ইসলাম ইমন}