বিশিষ্ট শিক্ষাবিদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বর্তমান রেজিস্ট্রার অধ্যাপক মো. আবদুস সালাম ১৯৪৬ সালের ১ অক্টোবর চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়নে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা বেলায়েত আলী ও মাতা জামিলা খাতুন।
১৯৬৮ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানে অনার্স এবং ১৯৬৯ সালে মাস্টার্স ডিগ্রী অর্জন করেন।
১৯৭০ সালে চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজে পদার্থ বিজ্ঞানের শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে বরিশালের বিএম কলেজ, বগুড়া এ.এইচ সরকারি কলেজ, জয়পুরহাট সরকারি কলেজসহ দেশের বিভিন্ন সরকারি কলেজে সুনামের সাথে দীর্ঘ ৩০ বছর শিক্ষকতা করেন।
প্রফেসর আব্দুস সালাম ১৯৯২-১৯৯৪ পর্যন্ত নীলফামারী জেলার সৈয়দপুরের ডোমার সরকারি ডিগ্রী কলেজে উপাধ্যক্ষ এবং ১৯৯৪-২০০০ সাল পর্যন্ত সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজে অধ্যক্ষের দায়িত্ব পালন করেন। অধ্যক্ষের দায়িত্ব পালনরত অবস্থায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার হিসেবে নিয়োগ পান এবং সরকারি কলেজের চাকুরী হতে স্বেচ্ছায় অবসর নিয়ে ২০০০ সালের ডিসেম্বরে রেজিস্ট্রার হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন। ২০০৭ সালে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অবসরগ্রহণ করেন।
পরবর্তীতে ২০১২ সালে গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চুক্তিভিত্তিক নিয়োগ পান এবং সেখানে প্রতিষ্ঠাকালীন রেজিস্ট্রারের দায়িত্ব পালন করেন। ২০১৪ সালে রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়েও তিনি প্রতিষ্ঠাকালীন রেজিস্ট্রারের দায়িত্ব পান। পরবর্তীতে চুক্তিভিত্তিক নিয়োগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক এবং সবশেষ চুক্তিভিত্তিক নিয়োগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বারের মতো রেজিস্ট্রার হিসেবে বর্তমানে দায়িত্ব পালন করছেন। পরপর বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার হওয়ার বিরল সৌভাগ্য অর্জন করে দেশব্যাপি ‘দক্ষ রেজিস্ট্রার’ হিসেবে পরিচিতি লাভ করেছেন অধ্যাপক আব্দুস সালাম।
মুক্তিযুদ্ধের পক্ষের প্রগতিশীল, সংস্কৃতিবান মানুষ হিসেবে তিনি সুপরিচিত ব্যক্তিত্ব। সম্মিলিত সাংস্কৃতিক জোট, সৈয়দপুরের সভাপতি (১৯৯৬-২০০০), সৈয়দপুর-নিলফামারীর চোখ নাট্য দলের সভাপতি, সৈয়দপুর সাহিত্য চর্চা কেন্দ্রের প্রতিষ্ঠাকালীন সভাপতি, বগুড়া খেলাঘর আসর, সৈয়দপুর খেলাঘর ও রাজশাহী খেলাঘর আসরের উপদেষ্টা, জয়পুরহাট ও সৈয়দপুর উদীচী শিল্পী গোষ্ঠীর উপদেষ্টা, রাজশাহী সাহিত্য পরিষদের আজীবন সদস্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পাঠচক্র (বিশ্বসাহিত্য কেন্দ্র) এর উপদেষ্টা, রাজশাহী মহানগর টিআইবির সদস্য, রাজশাহী মহানগর রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য, সবুজ পল্লী আবাসন প্রকল্পের সভাপতি, চাঁপাইনবাবগঞ্জ কিডনী ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকসহ দেশের বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও প্রতিষ্ঠানের সাথে যুক্ত রয়েছেন।
বিভিন্ন পত্র-পত্রিকায় তাঁর প্রবন্ধ, ছোট গল্প ও কবিতা প্রকাশিত হয়েছে। ‘তোলপি’ নামের একটি প্রবন্ধ সংকলন/গ্রন্থ সম্প্রতি প্রকাশিত হয়েছে। {অসমাপ্ত……/ বিস্তারিত প্রকাশিতব্য গ্রন্থ- ‘আলোকিত চাঁপাইনবাবগঞ্জ’ www.alokito-chapainawabganj.com (চাঁপাইনবাবগঞ্জের দু’শো বছর ইতিহাসের বিশিষ্ট ব্যক্তিদের সংক্ষিপ্ত জীবনী)}