হবিবুর রহমান

বিশিষ্ট শিক্ষাবিদ, ঐতিহ্যবাহী রাজশাহী কলেজের সফল অধ্যক্ষ- ‘প্রফেসর মহা.হবিবুর রহমান’ ১৯৬২ সালের ৪ ফেব্রুয়ারি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার গোপিনাথপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মকবুল হোসেন ও মাতা সাইকুল বিবি।
১৯৮৯ সালে তিনি দিনাজপুরের ফুলবাড়ি সরকারি কলেজে প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে রাজশাহী নিউ গভ. ডিগ্রী কলেজ, জয়পুরহাট সরকারি কলেজ, পাবনা এডওয়ার্ড সরকারি কলেজ, রাজশাহী সরকারি কলেজে দীর্ঘদিন সুনামের সাথে শিক্ষকতা করেন।
অধ্যাপক হবিবুর রহমান রাজশাহী কলেজের উপাধ্যক্ষ এবং ২০১৪ থেকে ২০২১ সালের ০৩ ফেব্রæয়ারি পর্যন্ত রাজশাহী সরকারি কলেজের অধ্যক্ষের দায়িত্ব পালন করেন। তাঁর কর্মপ্রচেষ্টার মাধ্যমে ঐতিহ্যের রাজশাহী কলেজ নবরূপ পায়। একাডেমিক ফলাফলসহ কো-কারিকুলার ও এক্সট্রা-কারিকুলার এবং শিক্ষার সাথে আধুনিক প্রযুক্তির সম্পৃক্ততা ঘটিয়ে কলেজটিকে দেশ ও বিদেশে নতুনভাবে তুলে ধরেন তিনি। তাঁর নেতৃত্বে কলেজটি শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে চারবার দেশ সেরা কলেজ হিসেবে বিরল সম্মাননা পায়। সারা বাংলাদেশের মডেল প্রতিষ্ঠান হিসেবে সুখ্যাতি লাভ করে। এছাড়াও জাতীয় বিশ্ববিদ্যালয় ঘোষিত ২০১৫,২০১৬,২০১৭ ও ২০১৮ সালের কলেজ র্যাংকিং পারফরম্যান্সে রাজশাহী কলেজ পরপর দেশ সেরা প্রতিষ্ঠান নির্বাচিত হয়।
সফল অধ্যক্ষ হিসেবে তিনি শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ ও দিপু মনির কাছ থেকে পরপর চারবার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের পুরষ্কার গ্রহণ করেন। এছাড়া ২০১৭ সালে রাজশাহী কলেজকে জাতীয়ভাবে মডেল কলেজ হিসেবে ঘোষণা তাঁর সুদক্ষ নেতৃত্বের ফল।
ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতিসহ দেশের বিভিন্ন সংগঠন থেকে গুণীজন হিসেবে সম্মাননা পেয়েছেন। বিভাগীয় পর্যায়ে ইনোভেশন ইন এডুকেশনে তিনি মন্ত্রী পরিষদ সচিব শফিউল আলমের নিকট হতে সম্মাননা গ্রহণ করেন। ২০১৯ সালে সরকারি কলেজের একমাত্র অধ্যক্ষ হিসেবে তিনি ইনোভেশন ইন এডুকেশন ট্যুরে ফিনল্যান্ড, সুইডেন, নরওয়ে ও এস্তোনিয়ায় সফর করেন।
শিক্ষকতা ছাড়াও তিনি বিভিন্ন সামাজিক কাজের সাথে যুক্ত রয়েছেন। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিভিন্ন স্কুল ও মাদ্রাসায় প্রযুক্তিনির্ভর শিক্ষাকে উৎসাহিত করতে, স্বউদ্যোগে বেশ কিছু ল্যাপটপ উপহার দিয়েছেন। বৈশ্বিক মহামারী করোনাকালে অসহায়-দুস্থ মানুষদের বিভিন্ন খাদ্য ও অর্থ সহযোগিতা করেছেন। রাজশাহীর করোনাকালীন অসহায়-দুস্থ মানুষদের সহযোহিতার জন্য রাজশাহী সিটি কর্পোরেশনের ফান্ডে ১ লক্ষ টাকা অনুদান দিয়ে মানুষের সেবায় এগিয়ে এসেছেন।
রাজশাহীস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির সভাপতি, রাজশাহী হার্ট ফাউন্ডেশনের আজীবন সদস্য, চাঁপাইনবাবগঞ্জের স্বেচ্ছাসেবী সংগঠন ‘বিবর্তন এর প্রধান পৃষ্ঠপোষক, জাতীয় তরুণ সংঘ, রাজশাহীর উপদেষ্টা, ড্রীম বাংলাদেশ ইয়ুথ অর্গানাইজেশনের প্রধান উপদেষ্টাসহ যুক্ত রয়েছেন রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানে।
২০২১ সালে রাজশাহী কলেজের অধ্যক্ষ হিসেবে তিনি অবসরগ্রহণ করেন । রাজশাহী কলেজ তথা বাংলাদেশে শিক্ষা ক্যাডারের একজন শিক্ষককে তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ স্মরণকালের সবচেয়ে বড়, জাঁকজঁমকপূর্ণ ও বর্ণিল আয়োজনের মাধ্যমে বিদায় সংবর্ধনা দেয়া হয়। এছাড়াও ভার্চ্যুয়াল মাধ্যমে আয়োজিত সংবর্ধনায় শিক্ষা উপমন্ত্রী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, পরিচালক, ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিন ও দেশের সকল সরকারি কলেজের অধ্যক্ষগণ উপস্থিত থেকে শিক্ষা ক্ষেত্রে অনবদ্য অবদানে অধ্যাপক হবিবুর রহমানের সাফল্যময় কর্মযজ্ঞের ভূয়সী প্রশংসা করেন। {অসমাপ্ত……/ বিস্তারিত প্রকাশিতব্য গ্রন্থ- ‘আলোকিত চাঁপাইনবাবগঞ্জ’ www.alokito-chapainawabganj.com (চাঁপাইনবাবগঞ্জের দু’শো বছর ইতিহাসের বিশিষ্ট ব্যক্তিদের সংক্ষিপ্ত জীবনী)}