লেখক ও নাট্যকার ‘গোলাম রাব্বানী তোতা’ ১৯৫১ সালে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা আলী হোসেন এবং মাতা আঞ্জুমান আরা।
১৯৭২ সালে নবাবগঞ্জ সরকারি কলেজ থেকে বি.এ পাস করেন। কলেজ জীবনে জড়িয়ে পড়েন নাটক, সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গণে।চাঁপাইনবাবগঞ্জের নাটক ও সাহিত্যের বিকাশে তাঁর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।
কিংবদন্তি গম্ভীরা শিল্পী-অভিনেতা ‘কুতুবুল আলম এবং রকিবুদ্দিনের’ হাত ধরে নাট্যজগতে প্রবেশ করেন। ১৯৭২ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত প্রায় একশত নাটক তাঁর নির্দেশনায় মঞ্চস্থ হয় তৎকালীন চাঁপাইনবাবগঞ্জের শহীদ সাটু হলে। এর মধ্যে গোলাম রাব্বানী তোতার রচনা প্রায় তেষট্টিটি।
সেই সময় তিনি চাঁপাইনবাবগঞ্জের সাটু হলের উপর তলায় ‘সুপ্রভা নাট্যগোষ্ঠী’ নামে একটি নাট্য সংগঠন গড়ে তোলেন। যার প্রধান পৃষ্ঠপোষক ছিলেন তৎকালীন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার জনপ্রিয় চেয়ারম্যান, জননেতা ‘আব্দুল মান্নান সেন্টু’।
গোলাম রাব্বানী তোতার উদ্যোগে সেই সময় এক-দেড় মাস পরপর শহীদ সাটু হল, পৌরসভার মঞ্চ, হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় ও নবাবগঞ্জ সরকারি কলেজে স্টেজ করে বিভিন্ন জাতীয় দিবসগুলোতে তাঁর লেখা নাটক মঞ্চায়ন হতো। নাটকগুলোর মধ্যে প্রান্ত রেখা, আমরা বাঁচতে চাই, জীবনযন্ত্রণা, কিন্তু শেষ নয়, উপেক্ষিত নয়, সমাজের অন্তরালে, পৃথিবীর খেলাঘরে, ঝরাফুল, একুশ, সংলাপ, স্বাধীনতার তরে, শৃঙ্খলিত সূর্য, অথচ ভদ্রলোক, মাতৃভূমি, সত্যের মৃত্যু নেই, শপথ, গাঁয়ের আলো উল্লেখযোগ্য।
নাটকগুলোতে অভিনয় করেছেন তৎকালীন সময়ের খ্যাতিমান স্থানীয় অভিনেতা যেমন, কুতুবুল আলম, বিশ্বনাথ রায়, সুকুমার রায়, রকীবুদ্দিন, ওলিউল ইসলাম কালু, শাহজাহান আলী, নিখিল চন্দ্রকর্মকার, দীলিপ কর্মকার, জাহাঙ্গীর আলম ঝাটু, পারুল, অতুল, পরেশ চন্দ্র, মেহবুব রাজা, বাবুল প্রমুখ।
তিনি ২০১০ সালে চাঁপাইনবাবগঞ্জের বীর মুক্তিযোদ্ধাদের নামের তালিকা নিয়ে সংকলন প্রকাশ করেন। এরপর থেকে তাঁর সম্পাদনায় বাষট্টিটি সংকলন প্রকাশিত হয়েছে। প্রতিবছর জাতীয় দিবসগুলোতে নবীন-প্রবীণ লেখকের বিভিন্ন লেখা নিয়ে এই সমস্ত লিটল ম্যাগাজিন তিনি প্রকাশ করে আসছেন। নতুন নতুন লেখক সৃষ্টিতে তিনি অবদান রাখছেন। এছাড়াও তাঁর বেশ কিছু মৌলিক গ্রন্থ রয়েছে। আমরা বাঁচতে চাই (নাটক) কিন্তু শেষ নয় ( নাটক) ইশারা (নাটক) ইতিহাসে শতাব্দীর টুকরো আলেখ্য (ইতিহাস) শত গল্পের কান্না (ছোট গল্প) আত্মার ক্রন্দন (কবিতা) কবিতিকা (ক্ষুদ্র কবিতা) প্রভৃতি।
গুণি নাট্যকার ও লেখক হিসেবে চাঁপাইনবাবগঞ্জ শিল্পকলা একাডেমি, পাবনা, রাজশাহী ও ভারতের মুর্শিদাবাদ জেলা হতে সংবর্ধিত হয়েছেন।{অসমাপ্ত……/ বিস্তারিত প্রকাশিতব্য গ্রন্থ- ‘আলোকিত চাঁপাইনবাবগঞ্জ’www.alokito-chapainawabganj.com (চাঁপাইনবাবগঞ্জের দু’শো বছর ইতিহাসের বিশিষ্ট ব্যক্তিদের সংক্ষিপ্ত জীবনী-১ম ও ২য় খণ্ড) লেখক- মাহবুবুল ইসলাম ইমন}