হারুনুর রশীদ

Share With

বিশিষ্ট রাজনীতিক-সমাজসেবী, চার বারের সংসদ সদস্য, অন্যতম সাবেক ছাত্রনেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় নেতা ‘হারুনুর রশীদ’ ১৯৬২ সালের ১ জানুয়ারি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের চক-আলমপুর গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা আব্দুস সামাদ মিয়া ও মাতা সেলিনা বেগম।

সাবেক  সংসদ সদস্য (৪ মেয়াদ) ‘হারুনুর রশীদ’ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক্সপিরিমেন্টাল উচ্চ বিদ্যালয় থেকে ১৯৭৮ সালে এসএসসি এবং ১৯৮০ সালে রাজশাহী ডিগ্রী কলেজ থেকে এইচএসসি পাস করেন। পরবর্তীতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগ থেকে স্নাতক ডিগ্রী অর্জন করেন।

বৃহত্তর রাজশাহী তথা উত্তরবঙ্গের অন্যতম সাবেক ছাত্রনেতা ‘হারুনুর রশীদ’ কলেজ-বিশ্ববিদ্যালয় জীবনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সাথে যুক্ত হোন। কলেজের ছাত্র সংসদে নির্বাচনে অংশ নিয়ে জয়লাভ করেন। এরপর বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের সক্রিয় রাজনীতি শুরু করেন। ১৯৮৪ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক এবং ১৯৮৬ সালে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালন করেন। ওই সময় ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির পরপর তিনবার সহ-সভাপতিরও দায়িত্ব পালন করেন। এছাড়া স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। রাজপথে মিছিল-মিটিং সভা-সমাবেশে নেতৃত্ব দেন। ১৯৯২ সাল পর্যন্ত বিশ্ববিদ্যালয় কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন। ওই সময় রিজভী-হারুন পরিষদে রাকসু নির্বাচনে অংশ নেন।

২০০৯ সালে বিএনপির পঞ্চম জাতীয় কাউন্সিলে রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দেয়া হয় তাঁকে। ২০১৬ সালের দলের ষষ্ঠ জাতীয় কাউন্সিলের পর তাঁকে পদোন্নতি দেয়া হয়। নির্বাচিত হোন দলের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব। বর্তমানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।

‘হারুনুর রশীদ’ ১৯৯৬ সালে ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন প্রথমবারের মত চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হোন। পরবর্তীতে ২০০১ সালে ও ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নে ধানের শীষের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হোন। চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নসহ নানামুখী উন্নয়নে তাঁর গুরুত্বপূণ অবদান রয়েছে। আলোকিত চাঁপাইনবাবগঞ্জ ফাউন্ডেশনের আজীবন সদস্য, চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি, ঢাকার আজীবন সদস্যসহ সম্পৃক্ত রয়েছেন বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও প্রতিষ্ঠানে।

হারুনুর রশীদের সুযোগ্য স্ত্রী এ্যাড.সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া বিশিষ্ট রাজনীতিক, সাবেক সংসদ সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কেন্দ্রীয় নেতা। তাঁদের এক ছেলে ও দুই কন্যা সন্তান রয়েছে। { অসমাপ্ত…/ বিস্তারিত প্রকাশিতব্য গ্রন্থ- ‘আলোকিত চাঁপাইনবাবগঞ্জ’ www.alokito-chapainawabganj.com (চাঁপাইনবাবগঞ্জের দু’শো বছর ইতিহাসের বিশিষ্ট ব্যক্তিদের সংক্ষিপ্ত জীবনী ১ম ও ২য় খণ্ড) লেখক- মাহবুবুল ইসলাম ইমন}