‘আলহাজ্ব রুহুল আমিন’ রাজনীতিক, সমাজসেবী ও বীর মুক্তিযোদ্ধা। চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান, সদর উপজেলা পরিষদের দু’বারের সাবেক চেয়ারম্যান, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ‘আলহাজ্ব রুহুল আমিন’
ছাত্রজীবনে বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত ছিলেন। ১৯৬৯ সালে তৎকালীন নবাবগঞ্জ মহকুমা ছাত্রলীগের সহ-সভাপতি, পরবর্তী সময়ে নবাবগঞ্জ মহকুমা যুবলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।
১৯৭৩ সালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার তৎকালীন ‘খামার ইউনিয়ন পরিষদের’ ভাইস চেয়ারম্যান এবং ১৯৭৭ সালে চেয়ারম্যান নির্বাচিত হোন। ১৯৮৫ সালে প্রথমবার জাতীয় পার্টি থেকে এবং ২০০৯ সালে দ্বিতীয়বার আওয়ামীলীগ থেকে তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হোন।
চাঁপাইনবাবগঞ্জের শিক্ষাবিস্তারসহ বিভিন্ন ক্ষেত্রে তাঁর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। ১৯৭৪ সালে তিনি এলাকার মানুষ ও খামার ইউনিয়ন পরিষদের তৎকালীন চেয়ারম্যান ডা.তাজিমুদ্দিনের সহযোগিতায় ‘স্বরুপনগর তাজকেরাতুন প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। বর্তমানে তিনি ‘স্বরুপনগর তাজকেরাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের’ ম্যানেজিং কমিটির প্রতিষ্ঠাতা-সভাপতির দায়িত্ব পালন করছেন। ১৯৯৫ সালে এলাকার মানুষদের নিয়ে, চাঁপাইনবাবগঞ্জ আনসার ক্যাম্প সংলগ্ন এলাকায় ‘বীর বিক্রম শহীদ নায়েক মোহর আলী উচ্চ বিদ্যালয়’ প্রতিষ্ঠা করেন। বর্তমানে তিনি এই উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা-সভাপতির দায়িত্ব পালন করছেন।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান থাকাকালীন ১৯৮৬-৮৭ সালে তিনি চাঁপাইনবাবগঞ্জ পৌরবাসী ও চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকাকে বন্যার হাত থেকে বাঁচানোর উদ্দেশ্যে চাঁপাইনবাবগঞ্জ শহর রক্ষা বাঁধ (যা রুহুল বাঁধ নামে পরিচিত) তৈরির ব্যবস্থা করেন। যার ফলে ১৯৮৮ ও ১৯৯৮ সালের ভয়াবহ বন্যাতে চাঁপাইনবাবগঞ্জ শহর ও পৌরবাসী নিরাপদে অক্ষত থাকে। এলাকার মানুষের কল্যাণে সমাজসেবী রুহুল আমিনের এই উদ্যোগ, সর্বমহলে প্রসংসিত হয়। এছাড়াও, তিনি সদর উপজেলা চেয়ারম্যান থাকাকালীন চাঁপাইনবাবগঞ্জের ১৪টি ইউনিয়নের রাস্তা-ঘাট, কালভার্ট-ব্রীজসহ নানামুখী উন্নয়নমূলক, জনহিতকর কাজ করেন।
বর্তমানে তিনি চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিক সমিতির সভাপতি, চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিউনিটি পুলিশিং কমিটির আহ্বায়ক, শান্তিমোড় জামে মসজিদ কমিটির সভাপতি, মৃধাপাড়া গোরস্থান হাফিজিয়া মাদ্রাসা ও উপর রাজারামপুর গোরস্থান কমিটির সভাপতি, রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য, হার্ট ফাউন্ডেশনের আজীবন সদস্য, নবাবগঞ্জ ক্লাবের আজীবন সদস্য, অন্ধকল্যাণ সমিতির আজীবন সদস্য, জেলা ক্রীড়া সংস্থার সভাপতিসহ চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের বিভিন্ন দায়িত্ব পালন করছেন। (অসমাপ্ত……/ বিস্তারিত প্রকাশিতব্য গ্রন্থ- ‘আলোকিত চাঁপাইনবাবগঞ্জ’ www.alokito-chapainawabganj.com (চাঁপাইনবাবগঞ্জের দু’শো বছর ইতিহাসের বিশিষ্ট ব্যক্তিদের সংক্ষিপ্ত জীবনী-১ম ও ২য় খণ্ড), লেখক- মাহবুবুল ইসলাম ইমন}