ময়েজ উদ্দীন

খ্যাতিমান সার্জারী বিশেষজ্ঞ ডা.মোহা.ময়েজ উদ্দীন ১৯৬৩ সালের ১ জানুয়ারী চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুরের ভগবানপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা আলহাজ্ব মোহা.মেরসাদ আলী এবং মাতা মোসা.সোনাভান বেগম। তিন ভাই ও দুই বোনের মধ্যে ময়েজ উদ্দীন পিতা-মাতার জ্যোষ্ঠ সন্তান।

১৯৭৮ সালে হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এস.এস.সি, ১৯৮০ সালে নবাবগঞ্জ সরকারি কলেজ থেকে এইচ.এস.সি, ১৯৮৬ সালে রাজশাহী মেডিক্যাল কলেজ থেকে এম.বি.বি.এস এবং পরবর্তীতে ১৯৯৯ সালে এম.সি.পি.এস (সার্জারী) ডিগ্রী লাভ করেন তিনি।

চাঁপাইনবাবগঞ্জ জেলায় ‘শৈল্য চিকিৎসক’ হিসেবে অত্যন্ত জনপ্রিয় ডা.ময়েজ উদ্দীন। চাঁপাইনবাবগঞ্জের সর্বপ্রথম অত্যাধুনিক বেসরকারি ক্লিনিক ‘সেবা ক্লিনিকের’ তিনি অন্যতম প্রতিষ্ঠাতা। বর্তমানে মেডিক্যাল অফিসার হিসেবে তিনি চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় কর্মরত রয়েছেন। চিকিৎসাসহ বিভিন্ন সামাজিক কাজের সাথে যুক্ত সমাজসেবী ডা.ময়েজ উদ্দীনকে ২০১০ সালে ‘চাঁপাইনবাবগঞ্জ উত্তারায়ণ সাংস্কৃতিক পরিষদ’ এবং ২০১৪ সালে ‘মহারাজপুর চেতনা সামাজিক-সাংস্কৃতিক সংগঠন’ থেকে ‘গুণিজন সম্মাননা-পদক’ প্রদান করা হয়। চিকিৎসকদের পেশাজীবি সংগঠন ‘ড্যাব’ এর দীর্ঘদিন তিনি চাঁপাইনবাবগঞ্জে জেলা শাখার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। ব্যক্তিগত জীবনে দুই মেয়ের জনক ডা.ময়েজ উদ্দীনের স্ত্রীর নাম রোজিনা বেগম। তাঁর এক মেয়ে বর্তমানে মেডিক্যাল কলেজের শিক্ষার্থী। { অসমাপ্ত…/ বিস্তারিত প্রকাশিতব্য মূল গ্রন্থ- ‘আলোকিত চাঁপাইনবাবগঞ্জ’ (চাঁপাইনবাবগঞ্জের দু’শো বছর ইতিহাসের বিশিষ্ট ব্যক্তিদের সংক্ষিপ্ত জীবনী) }