বাংলাদেশের অন্যতম-বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক মোহা.মিজানুর রহমান ১৯৪৭ সালের ৫ জানুয়ারী চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার কানারহাটে জন্মগ্রহণ করেন। পেশাগত প্রথমজীবনে রাজশাহী পুঠিয়া কলেজে রসায়ন বিভগের অতিরিক্ত শিক্ষক হিসেবে দয়িত্ব পালন করেন মোহা.মিজানুর রহমান।
পরবর্তীতে ইন্ডাসট্রিায়াল বিজনেসকে পেশা হিসেবে গ্রহণ করেন। ঢাকার Dysin-Chem Limited (1984), Ansams Privet.Limited (1990), Nam Trading & Mig Co.Ltd (1991), Dysin-Chem Ind(pvt) Ltd.(1995) প্রতিষ্ঠা করে বর্তমানে তিনি ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে রয়েছেন। তিনি ১৯৯৬ সালে Dysin-Chem Corporation প্রতিষ্ঠা করেন। এই কর্পোরেশনের নামে ঢাকার বাইরে নরসিংদী, সিরাজগঞ্জ, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামসহ দেশের আরো কয়েকটি জেলায় বিক্রয় কেন্দ্র রয়েছে। তাঁর স্বপ্রতিষ্ঠিত এসব ব্যবসা প্রতিষ্ঠানে ভোলাহাট, গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জসহ দেশের বিভিন্ন জেলার কয়েক হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ হয়েছে।
তিনি সমাজসেবা ও জনহিতকর কর্মকান্ডের সাথেও জড়িত। ১৯৯৭ সালে নিজ জেলার ভোলাহাটে ‘সাইফুন্নেসা-মকবুল দাতব্য চিকিৎসালয়’ প্রতিষ্ঠা করেন। এর ফলে এলাকার হাজার হাজার অসহায়, গরীব মানুুষ বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ সুবিধা পাচ্ছে। তিনি এলাকার উন্নয়নে বিভিন্ন শিক্ষা ও ধর্মীয়, সাংস্কৃতিক প্রতিষ্ঠানে আর্থিক অনুদান, বিভিন্ন সহযোগিতা, পৃষ্ঠপোষকতা করে থাকেন। এছাড়া, তিনি ভোলাহাটের কানারহাটে প্রতিষ্ঠিত করেছেন পল্লী মঙ্গল কম্পিউটার সেন্টার। তিনি এলাকাবাসীকে বেকারত্ব লাঘব ও স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে ২০০৪ সালে উক্ত কম্পিউটার সেন্টারের সাথে টাই, ডাই ও ব্লক প্রশিক্ষণ বিভাগ সংযুক্ত করেন। ভবিষ্যতে একটি আধুনিক পাঠাগার গড়ার পরিকল্পনা রয়েছে তাঁর। চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা প্রেসক্লাব থেকে সমাজসেবী হিসেবে ২০০০ সালে সম্মাননা প্রদান করা হয় বিশিষ্ট শিল্পপতি- মিজানুর রহমানকে। { অসমাপ্ত…/ বিস্তারিত প্রকাশিতব্য মূল গ্রন্থ- ‘আলোকিত চাঁপাইনবাবগঞ্জ’ (চাঁপাইনবাবগঞ্জের দু’শো বছর ইতিহাসের বিশিষ্ট ব্যক্তিদের সংক্ষপ্তি জীবনী) }