কন্ঠ শিল্পী ‘বাবুল রেজা’ দেশের সংগীত জগতে এক পরিচিত মুখ। সংগীতের দীর্ঘ ২৫ বছর ক্যারিয়ারে সিনেমায় প্লে-ব্যাক, এ্যালবাম, টেলিভিশন সব মিলিয়ে প্রায় হাজার গানে কন্ঠ দিয়েছেন। বাংলাদেশ টেলিভিশনের এ গ্রেড ও বাংলাদেশ বেতারের বিশেষ গ্রেড তালিকাভুক্ত সংগীত শিল্পী ‘বাবুল রেজা’ ১৯৭৩ সালের ১৫ অক্টোবর চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের সম্ভ্রান্ত আমির বংশে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা তরিকুল ইসলাম ও মাতা মোসা. নুর জাহান।
সংগীতের শিক্ষা গুরু, চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র সংগীত শিল্পী ‘রফিকুল ইসলাম বাবু’। পরে, ঢাকায় প্রখ্যাত সংগীত গুরু ওস্তাদ সঞ্জীবদের কাছে শিক্ষা লাভ করেন। এরপর ছায়ানটে ওস্তাদ অসিত দের কাছে শুদ্ধ সংগীত এর তালিম নেন। বর্তমানে গানের পাশাপাশি বাফায় (বুলবুল ললিতকলা একাডেমি) এর শিক্ষক হিসেবে নিযুক্ত রয়েছেন ‘বাবুল রেজা’।
সরকারি বেতার ও টেলিভিশন ছাড়াও বেসরকারি বিভিন্ন টেলিভিশনে নিয়মিত আধুনিক গান গাইছেন। দেশের সংগীতাঙ্গণে অবদান রাখছেন। সংগীতে বিশেষ অবদান রাখায় ২০০৮ সালে বাংলাদেশ ললিতকলা একাডেমী (ঢাকা) থেকে সম্মাননা, ২০১২ সালে হিউম্যান রাইটস রিভিউ সোসাইট থেকে শিক্ষা ও মানবাধিকার সম্মাননা পদক, গাইবান্ধা জেলার মোহনা সাংস্কৃতিক সংগঠন থেকে ২০১৩ সালে, বঙ্গবন্ধু একাডেমী (ঢাকা) থেকে ২০১১ সালে বঙ্গবন্ধু স্মৃতিপদক-২০১১ অর্জন করেন।
তাঁর অসংখ্য মৌলিক গান রয়েছে। তাঁর প্রকাশিত এ্যালবামের মধ্যে একক- ১.তোমার নি:শ্বাসে ছিল বিষ, ২. একা একা কেঁদে যাই ৩. প্রেয়সী দেখা দাও ৪. এক জীবনের গল্প। তাছাড়া মিক্সড এ্যালবাম রয়েছে অসংখ্য। প্লেব্যাক করেছেন ৪০ টি সিনেমায়। ভালো হতে চাই, টাফ অপারেশন, বাদশা গুন্ডা,অন্তরে অন্তর (টেলি ফিল্ম), নগ্ন হামলা, দুনিয়ায় দুশমন, শাপলা ফুল (আন-রিলিজড) প্রভৃতি সিনেমায় তিনি প্লেব্যাক করেছেন।
গীতিকার গাজী মাজহারুল আনোয়ার, মোহাম্মদ রফিকউজ্জামান, মিল্টন খন্দকার, কবির বকুল, আয়েত হোসেন উজ্জ্বল, শাফাত খৈয়াম, মনিরুজ্জামান মনির প্রমুখ বিখ্যাত গীতিকারের মৌলিক গানে কন্ঠ দিয়েছেন। সুরকার শেখ সাদী খান, শুজেয় শ্যাম, উজ্জ্বল সিনহা, আনোয়ার পারভেজ, মেহবুব রাজা, মো. আলাউদ্দিন, রফিকুল ইসলাম বাবু, আলী হোসেন, আজাদ মিন্টু, তিমির নন্দী, অজিত রায়, সুবল দাস, সজল দাস, আনিসুর রহমান তনু, আলী আকরাম শুভ, আহমেদ কিসলু প্রমুখ বিখ্যাত সুরকারের মৌলিক গানে কণ্ঠ দিয়েছেন তিনি। {অসমাপ্ত/বিস্তরিত প্রকাশিতব্য গ্রন্থ- ‘আলোকিত চাঁপাইনবাবগঞ্জ’ www.alokito-chapainawabganj.com (চাঁপাইনবাবগঞ্জের দু’শো বছর ইতিহাসের বিশিষ্ট ব্যক্তিদের সংক্ষিপ্ত জীবনী ১ম ও ২য় খণ্ড) লেখক- মাহবুবুল ইসলাম ইমন}