পিয়ারুজ্জামান

Share With

‘পিয়ারুজ্জামান’ রসায়নবিদ, শিক্ষক ও সমাজসেবী। বাংলাদেশ সুগার এ্যান্ড ফুড ইন্ডাস্ট্রিজ করপোরেশনের সাবেক ম্যানেজিং ডিরেক্টর ‘পিয়ারুজ্জামান’ চাঁপাইনবাবগঞ্জ শহরের পুরাতন বাজার এলাকায় জন্মগ্রহণ করলেও থাকেন রাজশাহীতে।

বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের স্মৃতি রক্ষার্থে, ১৯৮৬ সালে চাঁপাইনবাবগঞ্জের দিয়াড় অঞ্চলের মোন্নাটোলা এলাকায় ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের নামানুসারে একটি কলেজ গড়ার উদ্যোগ গ্রহণ করেন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও সমাজসেবী- প্রয়াত এনামুল হক ফিটু। ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর কলেজটি প্রত্যন্তাঞ্চলে হওয়ায় শিক্ষকতা করতে অনেকেই আসতে চাচ্ছিলেন না। নিজ জেলা চাঁপাইনবাবগঞ্জের প্রান্তিক জনগোষ্ঠীর শিক্ষার কথা চিন্তা করে, ঢাকা থেকে চাকুরী ছেড়ে পিয়ারুজ্জামান উক্ত কলেজে রসায়ন বিভাগের প্রতিষ্ঠাতা-শিক্ষক হিসেবে যোগ দিয়ে প্রতিষ্ঠাতা-অধ্যক্ষ এনামুল হক ফিটুকে সার্বিক সহযোগিতা করেন। কলেজের বেঞ্চ, চেয়ার-টেবিল ক্রয়, অনুদান সংগ্রহ, ছাত্র-ছাত্রী সংগ্রহ প্রভৃতি ক্ষেত্রে পিয়ারুজ্জামানের অবদান রয়েছে।

১৯৮৮ সালে তিনি ‘এ্যাসিসটেন্ট কেমিস্ট’ হিসেবে নিয়োগ লাভ করেন বাংলাদেশ সুগার এ্যান্ড ফুড ইন্ডাস্ট্রিজ করপোরেশনে। পরবর্তী সময়ে কুষ্টিয়ায় রেন উইক যজ্ঞেশ্বর এ্যান্ড কোম্পানীর ম্যানেজিং ডিরেক্টর থাকাকালীন কুষ্টিয়ার স্থানীয় মানুষদের চিত্ত-বিনোদনের জন্য ‘রেন উইক বিনোদন পার্ক’ নির্মাণ করে প্রশংসিত হোন ‘পিয়ারুজ্জামান’।

বাংলাদেশ সুগার এ্যান্ড ফুড ইন্ডাস্ট্রিজ করপোরেশনে সুনাম ও সাফল্যের সাথে দায়িত্ব পালন শেষে ২০১৯ সালে সরকারি চাকুরী হতে অবসরগ্রহণ করেন। আলোকিত চাঁপাইনবাবগঞ্জ ফাউন্ডেশনের আজীবন সদস্যসহ জড়িত রয়েছে বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান ও সংগঠনে।  {অসমাপ্ত… / বিস্তারিত প্রকাশিতব্য গ্রন্থ- ‘আলোকিত চাঁপাইনবাবগঞ্জ’ www.alokito-chapainawabganj.com (চাঁপাইনবাবগঞ্জের দু’শো বছর ইতিহাসের বিশিষ্ট ব্যক্তিদের সংক্ষিপ্ত জীবনী ১ম ও ২য় খণ্ড) লেখক- মাহবুবুল ইসলাম ইমন}