বাংলাদেশের প্রথিতযশা আইনজীবী, মহান ভাষা আন্দোলনের বীর সৈনিক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক- এ্যাড.গোলাম আরিফ টিপু ১৯৩১ সালের ২৮ আগষ্ট চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কমলাকান্তপুরের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন।
১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনের সময় গোলাম আরিফ টিপু ছিলেন তুখোর ছাত্র নেতা। রাষ্ট্রভাষা ছাত্র সংগ্রাম পরিষদ, রাজশাহীর তিনি যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করেন। তাঁর নেতৃত্বেই মূলত রাজশাহীতে ভাষা আন্দোলন সংগঠিত হয়েছিল। সেই সময় তাঁর সহযোদ্ধা ছিলেন বাংলাদেশের প্রথিতযশা নাট্যকার-সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও চাঁপাইনবাবগঞ্জের অধিবাসী- প্রফেসর মমতাজ উদ্দীন আহমেদ। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকে সঠিকভাবে পরিচালনার জন্য চাঁপাইনবাবগঞ্জে ৫-সদস্য বিশিষ্ট স্টিয়ারিং কমিটির অন্যতম সদস্য ছিলেন মুক্তিযুদ্ধের সংগঠক গোলাম আরিফ টিপু। অন্যান্য সদস্যরা ছিলেন এ্যাড. রইস উদ্দিন আহমদ, ডা.আ.আ.ম. মেসবাহুল হক, সেরাজুল হক শনি মিয়া এবং ভাষা সংগ্রামী-এ্যাড.ওসমান গণি। পরে উক্ত সদস্য সংখ্যা ১০ এ উনীœত করা হয়। তৎকালীন ন্যাপের অন্যতম নেতা-গোলাম আরিফ টিপু ছাত্রজীবনে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের রাজনীতির সাথে যুক্ত ছিলেন।
প্রখ্যাত আইনজীবী (সুপ্রিম কোর্ট, ঢাকা)- এ্যাড.গোলাম আরিফ টিপু বর্তমানে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় সংঘটিত যুদ্ধাপরাধ বিচারের জন্য গঠিত ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালের’ চিফ প্রসিকিউটারের দায়িত্ব পালন করছেন।{অসমাপ্ত…/ বিস্তারিত প্রকাশিতব্য মূল গ্রন্থ- ‘আলোকিত চাঁপাইনবাবগঞ্জ’ (চাঁপাইনবাবগঞ্জের দু’শো বছর ইতিহাসের বিশিষ্ট ব্যক্তিদের সংক্ষপ্তি জীবনী)}