মহান মুক্তিযুদ্ধের ৪নং সেক্টরের লাল বাজার সাব-সেক্টরের অধিনায়ক, বীর বিক্রম- কর্নেল এ.আর.আজম চৌধুরী ১৯৪৬ সালে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের বাজিতপুর গ্রামের সম্ভ্রান্ত চৌধুরী পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা আফতাব উদ্দিন চৌধুরী এবং মাতা হালিমা চৌধুরী। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের কানসাট উচ্চ বিদ্যালয় থেকে এস.এস.সি এবং কুমিল্লা ইস্পাহানী কলেজ থেকে কৃতিত্বের সাথে এইচ.এস.সি পাশ করে তৎকালীন পাকিস্তান সেনাবাহিনীতে যোগদান করেন তিনি। ১৯৭১ সালে পাকিস্তান সেনাবাহিনীতে ক্যাপ্টেন এবং স্বাধীনতা পরবর্তী সময়ে তিনি বাংলাদেশ সেনাবাহিনীর কর্নেল পদে দায়িত্ব পালন করেন।
একাত্তরে মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি তাঁর অনুসারীদের নিয়ে ৮নং সেক্টরের কুষ্টিয়া অঞ্চলে যুদ্ধ পরিচালনা এবং সেপ্টেম্বর মাসে সাতক্ষীরা জেলার কলারোয়া সোনাবাড়িয়া অপারেশনে দু:সাহসিক অভিযান পরিচালনা করেন। কর্নেল আজম চৌধুরী বেশিরভাগ সময়ে যুদ্ধের অগ্রভাগে থেকে যুদ্ধ পরিচালনা করতেন। পরবর্তীতে তিনি ৪নং সেক্টরের লাল বাজার সাব-সেক্টরের অধিনায়কের দায়িত্ব পালন করেন। মহান মুক্তিযুদ্ধে কর্নেল আজম চৌধুরীর বীরত্ব, অনবদ্য অবদানের স্বীকৃতিস্বরুপ বাংলাদেশ সরকার স্বাধীনতা পরবর্তী সময়ে তাঁকে ‘বীর বিক্রম’ খেতাবে ভূষিত করেন। রণাঙ্গণের লড়াকু সৈনিক, অন্যতম বীর মুক্তিযোদ্ধা- কর্নেল এ.আর.আজম চৌধুরী (বীর বিক্রম) ২০০২ সালে মৃত্যুবরণ করেন।{অসমাপ্ত…/