এহসান আলী খাঁন

বিশিষ্ট রাজনীতিক-সমাজসেবক, নাট্যশিল্পী ও ক্রীড়া ব্যক্তিত্ব মো.এহসান আলী খাঁন ১৯৩১ সালের ১ জানুয়ারী চাঁপাইনবাবগঞ্জ শহরের পাঠানপাড়া মহল্লার এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা প্রয়াত এন্তাজ আলী খাঁন এবং মাতা প্রয়াত আয়েশা খানম। পিতা-মাতার একমাত্র সন্তান তিনি । ১৯৪৭-দেশভাগ পরবর্তীতে আওয়ামী মুসলিম লীগের রাজনীতি করার সুযোগে মজলুম জননেতা মাওলানা ভাসানী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রমুখ বরেণ্য রাজনীতিকদের সান্নিধ্য লাভ করেন প্রবীণ রাজনীতিক এহসান আলী খাঁন। তিনি দুইবারের (দ্বিতীয় ও চতুর্থ জাতীয় সংসদ নির্বাচন) নির্বাচিত অন্যতম সফল সংসদ সদস্য হিসেবে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করেন। দ্বিতীয়বার সংসদ সদস্য থাকাকালীন সময়ে তিনি বিরোধীদলীয় উপনেতা হিসেবে দায়িত্ব পালন করেন। ঐতিহ্যবাহী চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার অন্যতম সফল চেয়ারম্যান হিসেবেও তিনি দায়িত্ব পালন করেন। নবাবগঞ্জ সদর হাসপাতাল আধুনিকরণ, শহীদ সাটু হল, নিউ মার্কেট, নবাবগঞ্জ সরকারি কলেজ, নবাবগঞ্জ মহিলা সরকারি কলেজ, আলিয়া মাদ্রাসা প্রভৃতি প্রতিষ্ঠা ও পরিচালনায় অগ্রণী ভূমিকা পালন করেন বিশিষ্ট সমাজসেবী এহসান আলী খাঁন।
শুধু রাজনীতিক নন, একজন নন্দিত নাট্য ও ক্রীড়া ব্যক্তিত্ব হিসেবেও তাঁর খ্যাতি রয়েছে। তাঁর তত্বাবধায়নে ৬০ এর দশকে নবাবগঞ্জ টাউন ক্লাব নামে চৌকশ ফুটবল দল গঠিত হয়। সেই সময় এই ফুটবল দলটি জেলার বাইরে রাজশাহী, নাটোর, নওগাঁসহ দেশের বিভিন্ন অঞ্চলের খেলায় অংশ নিয়ে ব্যাপক খ্যাতি অর্জন করে। ভালো রেফারি হিসেবেও এহসান আলী খাঁনের সুনাম রয়েছে। ১৯৪৭-দেশভাগ পরবর্তীতে তাঁর আন্তরিক প্রচেষ্টায় তৎকালীন নবাবগঞ্জ মহকুমা শহরে প্রথম গড়ে উঠে ‘উদয়ন নাট্য সংসদ’ নামে একটি নাট্য গোষ্ঠী (এমেচার ক্লাব)। শুধু প্রতিষ্ঠাতাই নয়, এহসান আলী খাঁন এই গোষ্ঠীর একজন স্বনামধন্য নাট্যশিল্পীও ছিলেন। উদয়ন নাট্য সংসদের প্রতিটি নাটকই তৎকালীন জাতীয় ও স্থানীয় পর্যায়ের বিখ্যাত শিল্পী অভিনিত ‘চ্যারিটি শো’ হিসেবে মঞ্চস্থ হতো। এসব শো থেকে অর্জিত অর্থ নাট্যকর্মীরা হরিমোহন ইনস্টিটিউশন, রামকৃষ্ণ মশিনসহ বিভিন্ন প্রতিষ্ঠানকে প্রদান করতেন। শিক্ষা ও সংস্কৃতি বিকাশে সেই সময় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন গুণি নাট্যকার, সংস্কৃতিসেবী- এহসান আলী খাঁন’। বাংলাদেশের প্রথিতযশা গম্ভীরা ও নাট্য অভিনেতা, কিংবদন্তি- ‘কুতুবুল আলম’ (চাঁপাইনবাবগঞ্জের কৃতি ও গুণি ব্যক্তিত্ব) এর অভিনয়ের (নাটক) হাতেখড়ি মূলত তাঁর কাছ থেকেই হয়েছে। কুতুবুল আলমসহ তাঁর তৈরি অসংখ্য নাট্যকর্মী আজ নাট্য জগতে প্রতিষ্ঠিত শিল্পী। ব্যক্তিগত জীবনে তিন ছেলে ও পাঁচ মেয়ের জনক এহসান আলী খাঁনের স্ত্রী হলেন বদরুন নেসা।{অসমাপ্ত…/বিস্তারিত প্রকাশিতব্য মূল গ্রন্থ- ‘আলোকিত চাঁপাইনবাবগঞ্জ’ (চাঁপাইনবাবগঞ্জের দু’শো বছর ইতিহাসের বিশিষ্ট ব্যক্তিদের সংক্ষপ্তি জীবনী)}