‘প্রফেসর ড. ইকবাল হোসেন’ শিক্ষাবিদ ও কৃষি ব্যক্তিত্ব। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা-উপাচার্য ‘প্রফেসর ড. মো. ইকবাল হোসেন’ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জন্মগ্রহণ করলেও থাকেন রাজশাহীতে। ‘সিলেকসন গ্রেড প্রফেসর- ইকবাল হোসেন’ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ এর ভেটেরিনারি অনুষদের ডীন, প্যাথলজি বিভাগের চেয়ারম্যান, বঙ্গবন্ধু শেখ মুজিব হলের প্রভোস্টসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ২০০৬ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহের ভেটেরিনারি অনুষদের ডীন থাকাকালীন সময়ে সিলেটে কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন শীর্ষক সরকারি ‘প্রকল্প পরিচালক (পিডি)’ হিসেবে নিযুক্ত হোন। পরবর্তীতে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা-ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োগ লাভ করেন।
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ও পরিচালনায় তাঁর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। সরকারি এই কৃষি বিশ্ববিদ্যালয়ের ভৌত অবকাঠামো, শিক্ষাকার্যক্রম প্রণয়ন, ফ্যাকাল্টি অব এগ্রিকালচার, ফ্যাকাল্টি অব ফিশারিজ, ফ্যাকাল্টি অব এগ্রিকালচারাল ইকোনমিক্স এন্ড বিজনেস স্টাডিজ গড়ে তোলাসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। সরকারের নির্দেশনানুযায়ী সিলেট সরকারি ভেটেরিনারি কলেজকে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অধীনে ফ্যাকাল্টি অব ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্স হিসেবে অন্তর্ভুক্ত করেন। এই অনুষদের অধীনে পাঠ্যক্রম সংশোধন করে বিশ্ববিদ্যালয় উপযোগী কয়েকটি নতুন বিভাগ চালু করেন। ২০০৯ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহে প্রফেসর হিসেবে পূণরায় যোগদান করেন এবং ২০১৮ সালে সরকারি চাকুরী হতে অবসরগ্রহণ করেন। আলোকিত চাঁপাইনবাবগঞ্জ ফাউন্ডেশনের আজীবন সদস্যসহ জড়িত রয়েছে বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান ও সংগঠনে। {অসমাপ্ত……/ বিস্তারিত প্রকাশিতব্য গ্রন্থ- ‘আলোকিত চাঁপাইনবাবগঞ্জ’www.alokito-chapainawabganj.com (চাঁপাইনবাবগঞ্জের দু’শো বছর ইতিহাসের বিশিষ্ট ব্যক্তিদের সংক্ষিপ্ত জীবনী-১ম ও ২য় খণ্ড), লেখক- মাহবুবুল ইসলাম ইমন}