কবি, কথাসাহিত্যিক ও চিকিৎসক ‘আশরাফ জুয়েল’ আলোকিত চাঁপাইনবাবগঞ্জ ফাউন্ডেশনের ‘আজীবন সদস্য’ হলেন। চাঁপাইনবাবগঞ্জ সদরের মহারাজপুরে জন্মগ্রহণ করলেও কর্মসূত্রে থাকেন ঢাকায়।
সাহিত্যক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরুপ পেয়েছেন ‘জেমকন তরুণ কথাসাহিত্য পুরস্কার (২০১৭), ভারতের কলকাতা থেকে ‘ইতিকথা মৈত্রি সাহিত্য সম্মাননা (২০১৮) সহ দেশ ও বিদেশের বিভিন্ন পুরস্কার-সম্মাননা।
১৯৯৪ সালে চাঁপাইনবাবগঞ্জের হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এস.এস.সি, ১৯৯৬ সালে রাজশাহী কলেজ থেকে এইচ.এস.সি পাস করেন। ২০০৩ সালে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ, বগুড়া থেকে এমবিবিএস ডিগ্রী অর্জন করেন। পরবর্তীতে ঢাকার বারডেম থেকে ডিপ্লোমা ইন এ্যানেসথেসিয়া কমপ্লিট করে চিকিৎসক হিসেবে কর্মজীবন শুরু করেন।
কর্মজীবনে ঢাকার বারডেম হসপিটাল, এ্যাপোলো হসপিটাল, ইউনাইটেড হসপিটাল, শেখ ফজিলাতুন্নেসা মুজিব কে.পি.জে স্পেশালাইজড হসপিটালের কনসালটেন্ট, আইসিউ এ্যান্ড ইমারজেন্সি প্রভৃতি দায়িত্ব পালন করেন। বর্তমানে ঢাকার বিআরবি হসপিটালের কনসালটেন্ট, আইসিইউ এ্যান্ড ইমারজেন্সি হিসেবে কর্মরত রয়েছেন।
ডা. আশরাফ জুয়েলের প্রকাশিত গ্রন্থের সংখ্যা ৬টি। এর মধ্যে ৪টি কবিতা ও ২টি ছোটগল্প। দেশের প্রায় সবকটি জাতীয় দৈনিক পত্রিকায় বিভিন্ন কবিতা, ছোটগল্প, প্রবন্ধ প্রভৃতি দীর্ঘদিন ধরে নিয়মিত লিখে আসছেন। এছাড়াও, কলকাতা-ঢাকা (ভারত-বাংলাদেশ) থেকে যৌথভাবে প্রকাশিত ‘পূর্বপশ্চিম’ সাহিত্য পত্রিকার তিনি সম্পাদক এবং এই সাহিত্য সংগঠনের তিনি সংগঠক।
আর টিভি, এন টিভি, দেশ টিভি, গাজী টিভি, নেক্সাস টিভিসহ বেসরকারি বিভিন্ন টেলিভিশনের সাহিত্য ও স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথি হিসেবে তিনি নিয়মিত অংশগ্রহণ করেন। লেখালেখি ও চিকিৎসার পাশাপাশি ‘সমন্বয়’ নামক সংগঠনের মাধ্যমে তিনি বিভিন্ন জনকল্যাণমূলক কাজ করছেন।চাঁপাইনবাবগঞ্জে ফ্রি মেডিক্যাল ক্যাম্প, করোনাকালে মানুষকে খাদ্য-আর্থিক সহযোগিতা করেছেন।
বাংলাদেশ সোসাইটি ফর স্টাডি অফ পেইন এর লাইফ মেম্বার, সোসাইটি অব এ্যানেসথেসিয়া লজিস্ট এর লাইফ মেম্বার, বাংলাদেশ রাইটার্স ক্লাবের সদস্য, ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির আজীবন সদস্য, দিয়াড়ের সদস্যসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সাথে সম্পৃক্ত রয়েছেন।
তাঁর সুযোগ্য সহধর্মীনি ডা. রওশন আরা খানম বর্তমানে ঢাকার ইউনাইটেড হসপিটালের বক্ষব্যাধি কনসালটেন্ট হিসেবে কর্মরত রয়েছেন। কবি আশরাফ জুয়েল আমন্ত্রিত অতিথি হিসেবে ভারত ও নেপালের বিভিন্ন সাহিত্য সম্মেলনে যোগদান করেছেন। তাঁর সাথে আলোকিত চাঁপাইনবাবগঞ্জ ফাউন্ডেশন (www.alokitochapainawabganjfoundation.com) এবং চলমান প্রকল্প- দু’শো বছর ইতিহাসের বিশিষ্ট ব্যক্তিদের সংক্ষিপ্ত জীবনী-আলোকিত চাঁপাইনবাবগঞ্জ (www.alokito-chapainawabganj.com) নিয়ে কথা বলছিলেন ফাউন্ডেশনের মূল উদ্যোক্তা ও সদস্য সচিব মাহবুবুল ইসলাম ইমন। তাঁর জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন ও শুভ কামনা…