গুণী শিক্ষক ও লেখক প্রফেসর আব্দুল গণি। জয়পুরহাট হাজী মহসীন সরকারি কলেজের অধ্যক্ষ ও রাজশাহী সরকারি মহিলা কলেজের সাবেক উপাধ্যক্ষ প্রফেসর আব্দুল গণি থাকেন রাজশাহীতে।
তিনি স্কুল জীবন থেকে সাহিত্য-সংস্কৃতির প্রতি অনুরাগী। বিভিন্ন পত্র-পত্রিকায় তাঁর প্রবন্ধ, গল্প প্রকাশিত হয়েছে। ৮০-৯০ এর দশকে চাঁপাইনবাবগঞ্জের সাংস্কৃতিক অঙ্গণে তাঁর বিচরণ ছিল। সেই সময় বেশ কিছু গম্ভীরা গান রচনা করেন। যেগুলো সেই সময়ের বিখ্যাত গম্ভীরা শিল্পী ‘বীরেন্দ্রনাথ ঘোষ ও মাহবুব আলম’ গম্ভীরা হিসেবে বিভিন্ন অনুষ্ঠানে পরিবেশন করেন। চাঁপাইনবাবগঞ্জ উত্তরায়ণ সাংস্কৃতিক পরিষদের উপদেষ্টা ছিলেন।
কলেজ ফিজিক্স ১ম ও ২য় খণ্ড, উচ্চ মাধ্যমিক পদার্থ বিজ্ঞান ১ম ও ২য় খণ্ড, তাপবিদ্যা ও বিকিরণ তত্ত্ব, শব্দ তরঙ্গ ও কম্পন, উচ্চ মাধ্যমিক ব্যবহারিক পদার্থ বিজ্ঞান, হাইয়ার সেকেন্ডারী ফিজিক্স প্রভৃতি গ্রন্থের লেখক তিনি। যেগুলো বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে উচ্চ মাধ্যমিক ও অনার্সের তালিকাভুক্ত গ্রন্থ। এছাড়াও ‘আমাতেই আমি হারাই (জীবন চরিত), গল্প কথা গানে (গল্প, প্রবন্ধ ও গম্ভীরা সম্বলিত) নামের দুটি গ্রন্থ সম্প্রতি তাঁর প্রকাশিত হয়েছে।
ঢাকার মুন্সিগঞ্জ হরগঙ্গা কলেজ, বরিশালের বিএম কলেজ, রাজশাহী সরকারি কলেজ, চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজসহ দেশের বিভিন্ন কলেজে দীর্ঘ ৪০ বছর সুনাম ও সাফল্যের সাথে শিক্ষকতা করেছেন। আলোকিত চাঁপাইনবাবগঞ্জ ফাউন্ডেশনের আজীবন সদস্যসহ জড়িত রয়েছে বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান ও সংগঠনে। {অসমাপ্ত……/ বিস্তারিত প্রকাশিতব্য গ্রন্থ- ‘আলোকিত চাঁপাইনবাবগঞ্জ’www.alokito-chapainawabganj.com (চাঁপাইনবাবগঞ্জের দু’শো বছর ইতিহাসের বিশিষ্ট ব্যক্তিদের সংক্ষিপ্ত জীবনী-১ম ও ২য় খণ্ড), লেখক- মাহবুবুল ইসলাম ইমন}