বিশিষ্ট নাট্যকার ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ‘অধ্যাপক অরবিন্দ ঘোষ’ ১৯৩৫ সালের ১ নভেম্বর চাঁপাইনবাবগঞ্জ শহরের বটতলাহাট সংলগ্ন কালীগঞ্জ বাবুপাড়ার এক সম্ভ্রান্ত জমিদার বংশে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম সুরেন্দ্র নারায়ণ ঘোষ, মাতার নাম অপর্ণাবালা ঘোষ। তিনি পিতা-মাতার একমাত্র সন্তান। তিনি নবাবগঞ্জ হরিমোহন ইনস্টিটিউশন থেকে ম্যাট্রিকুলেশন, নবাবগঞ্জ সরকারি কলেজ থেকে ইন্টারমিডিয়েট ও স্নাতক এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে এম.এ পাস করেন।
পেশাগত জীবনে ঈশ্বরদী সরকারি কলেজ, নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে তিনি শিক্ষকতা করেন। অধ্যাপনা থেকে অবসর নেয়ার পর শেষ জীবনে তিনি কিছুদিন হোমিও চিকিৎসা পেশায় নিয়োজিত ছিলেন। প্রধানত নাট্যকার ও অভিনেতা হিসেবে তাঁর পরিচিতি থাকলেও তিনি অসংখ্য কবিতা, প্রবন্ধ, ছোটগল্প, কৌতুক নাট্য রচনা করেন। তাঁর বেশ কয়েকটি নাটক বাংলাদেশ বেতার, রাজশাহী থেকে প্রচারিত হয়েছে। শিক্ষা, সাহিত্য-নাট্য প্রভৃতি ক্ষেত্রে অবদানের জন্য বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের পাবলিক লাইব্রেরী সাহিত্য পুরস্কার (জেলা পর্যায়ে), ক্রীড়া ও সাংস্কৃতিক মন্ত্রণালয়ের অমর একুশ স্মরণে সাহিত্য পুরস্কার, সংস্কৃতি বিষয়ক বিভাগের ডিপার্টমেন্ট অব পাবলিক লাইব্রেরী সাহিত্য পুরস্কারসহ তিনি অসংখ্য পুরস্কার অর্জন করেন।
তাঁর আরেকটি উল্লেখযোগ্য অর্জন হচ্ছে ইংল্যান্ড থেকে Outstanding people of the 20th Century পদক লাভ। মৃত্যুর আগ পর্যন্ত জেলা পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব এবং এসব অনুষ্ঠানে বিজ্ঞ আলোচক হিসেবে অংশগ্রহণ করতেন। রাজারামপুর তাঁতী পাড়া নামযজ্ঞ সংঘের সভাপতিসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক এবং ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে তিনি যুক্ত ছিলেন। গুণী এই নাট্যকার ও সাংস্কৃতিক ব্যক্তিত্বকে জাতীয় সাহিত্য পরিষদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা থেকে ১৯৯৯ সাালে জাতীয় সাহিত্য পরিষদ পুরস্কার-সম্মাননা এবং ২০০০ সালে অরুনিমা সাহিত্য পত্রিকা, ঈশ্বরদী থেকে সম্মাননা প্রদান করেন। অধ্যাপক অরবিন্দ ঘোষ ২০০৯ সালের ১ জুন মৃত্যুবরণ করেন। {অসমাপ্ত/বিস্তারিত প্রকাশিতব্য গ্রন্থ- ‘আলোকিত চাঁপাইনবাবগঞ্জ’ www.alokito-chapainawabganj.com চাঁপাইনবাবগঞ্জের দু’শো বছর ইতিহাসের বিশিষ্ট ব্যক্তিদের সংক্ষিপ্ত জীবনী ১ম ও ২য় খণ্ড) লেখক- মাহবুবুল ইসলাম ইমন]