সাদামনের আলোকিত মানুষ, জীবন্ত কিংবদন্তি- বৃক্ষপ্রেমী কার্তিক পরামানিক ১৯৪২ সালে চাঁপাইবাবগঞ্জের রাধাকান্তপুর গ্রামের এক অতি সাধারণ এবং দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন। পরবর্তীতে পেশাগত প্রয়োজনে কার্তিক পরামানিকের পিতা সুরেন পরামানিক পরিবারসহ শিবগঞ্জের তারাপুর গ্রামে স্থায়ী বসবাস শুরু করেন। অভাব, অনটন আর চরম প্রতিকূল পরিবেশে বেড়ে ওঠা কার্তিক পরামানিক স্কুলে না গেলেও মানবিক শিক্ষাটা অর্জন করেছিলেন অন্তর থেকে। পেশায় নরসুন্দর (নাপিত) কার্তিক পরামানিক মানুষের চুল-দাঁড়ি কেটে উপার্জিত সামান্য অর্থের ক্ষুদ্র ক্ষদ্র অংশ জমা করে মাঠে-ঘাটে, পথে-প্রান্তরে, হাট-বাজারে, অনাবাদি ফাঁকা জমিতে নানান প্রকৃতির হাজার হাজার গাছ লাগিয়ে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে আজ জীবন্ত কিংবন্তিতে পরিণত হয়েছেন। শিবগঞ্জের তারাপুর, সাহাপাড়াসহ আশেপাশের ১০-১২ কিলোমিটার এলাকা জুড়ে যে বৃক্ষের সমাহার, তার পুরো কৃতিত্ব বৃক্ষপ্রেমী কার্তিক পরামানিকের। প্রায় ২০ হাজার বিভিন্ন জাতের প্রতিটি গাছ আজ এক একটি কার্তিকনামা হয়ে মাথা উচু করে দাঁড়িয়ে প্রকৃতির ভারসম্য রক্ষা করছে এবং ছায়াসুনিবিড় সুশীতল পরিবেশ বজায় রাখছে। প্রকৃতি আর মানুষের কল্যাণেব্রত বৃক্ষ পাগল এই মানুষটি বিগত ৬০ বছর থেকে অদ্যাবধি গাছ লাগানোর মহৎ কাজটি নিরলসভাবে করে চলেছেন…।
২০০৩ সালের ২ ডিসেম্বর জাতীয় পত্রিকা ‘দৈনিক প্রথম আলোর’ প্রথম পাতায় ‘বিশাল বিশাল বৃক্ষগুলো যেন এক একটি কার্তিকনামা’ শিরোনামে প্রতিবেদন বেরোয়। সে প্রতিবেদন পড়ে রাজশাহী সিটি কর্পোরেশনের তৎকালীন মেয়র কার্তিক পরামানিককে সংবধর্না প্রদান করেন। তাঁকে পুরস্কৃত করেন চাঁপাইনবাবগঞ্জ বিডিআরের ব্যাটালিয়ন কমান্ডার। বেসরকারি টেলিভিশন চ্যানেল আই ২০০৭ সালে তাঁকে কৃষি পদকে ভূষিত করে। সে সময়কার তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা মেজর জেনারেল (অব.) আনোয়ারুল ইকবাল তাঁকে এ সম্মাননা পদকটি প্রদান করেন। কার্তিক পরামানিকের বৃক্ষরোপন ও অনন্য অবদানের স্বীকৃতি স্বরুপ বাংলাদেশ সরকার ২০১৩ সালে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের অষ্টম শ্রেণীর ইংরেজি পাঠ্য বইয়ে ‘‘এ ম্যান হু লাভস ট্রি’ শিরোনামে তাঁর কীর্তিময় জীবনী অন্তর্ভুক্ত করেন। ২০১৫ সালে আন্তর্জাতিক পর্যায়ের প্যারিসভিত্তিক সংগঠন ‘স্পার্কনিউজের’ উদ্যোগে বাংলাদেশের শীর্ষ স্থানীয় পত্রিকা ‘দৈনিক প্রথম আলো’সহ বিশ্বের বিভিন্ন দেশের ৪৫টি প্রথম সারির সংবাদমাধ্যমগুলোতে পৃথিবীর নানা প্রান্তের এই ধরনের সৃষ্টিশীল উদ্যোগ এবং উদ্যোক্তাদের সফল কাহিনী নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করা হয়। বাংলাদেশে থেকে ‘চাঁপাইবাবগঞ্জের কার্তিক পরামানিক এবং তাঁর বৃক্ষরোপনের মহাজজ্ঞের কাহিনী’ এতে প্রকাশিত হলে, ‘সমাজসেবী-আলোকিত মানুষ’ হিসেবে জাতীয় ও আন্তর্জাতিকভাবে ব্যাপক খ্যাতি অর্জন করেন জীবন্ত কিংবদন্তি- কার্তিক পরামানিক। {অসমাপ্ত…/বিস্তারিত প্রকাশিতব্য মূল গ্রন্থ- ‘আলোকিত চাঁপাইনবাবগঞ্জ’ (চাঁপাইনবাবগঞ্জের দু’শো বছর ইতিহাসের বিশিষ্ট ব্যক্তিদের সংক্ষপ্তি জীবনী)}