আমিনুল করিম (রুমী)

বাংলাদেশের অন্যতম সামরিক ব্যক্তিত্ব, বৃহত্তর রাজশাহীর প্রথম লে.জেনারেল পদ মর্যাদাধারী উর্দ্ধতন সামরিক কর্মকর্তা, বিশিষ্ট শিক্ষাবিদ- প্রফেসর ড.মো.আমিনুল করিম (রুমী) ১৯৫৫ সালের ১ জুলাই চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রাণীবাড়ির চাঁদপুরের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মনতাজ উদ্দিন আহমদ। লে.জেনারেল (অব.) আমিনুল করিম ন্যাশনাল প্রতিরক্ষা কলেজ এবং ডিফেন্স সার্ভিস কমান্ড এ্যান্ড কলেজ, বাংলাদেশের প্রধান হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। বাংলাদেশ সরকারের সাবেক রাষ্ট্রপতি- প্রফেসর ইয়াজউদ্দিন আহমদের সামরিক সচিব হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। মালোশিয়ার ‘মালেয়া বিশ্ববিদ্যালয়ের এশিয়া ইউরোপ ইন্সটিটিউট’ থেকে ড.আমিনুল করিম সিনিয়র রিসার্চ ফেলো হিসেবে পি.এইচ.ডি ডিগ্রী অর্জন করেন।
বর্তমানে মালেশিয়ার মালেয়া ইউনিভার্সিটির ভিজিটিং প্রফেসর এবং সিনিয়র রিসার্চ ফেলো হিসেবে তিনি কর্মরত রয়েছেন। বাংলাদেশের ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং প্রফেসর হিসেবে দায়িত্ব পালনসহ আরও বেশ কয়েকটি দেশি-বিদেশী কলেজ ও বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করে ইতোমধ্যে সুনাম অর্জন করেছেন প্রফেসর ড.আমিনুল করিম (রুমী)। জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে তাঁর বিভিন্ন গবেষণাধর্মী জার্নাল, প্রবন্ধ-নিবন্ধ প্রকাশিত হয়েছে। 1.Power Politics in the Asia-Pacific 2. The Case of Chinese Modernization, and Strategic Rise of Japan. নামে প্রকাশিত তাঁর রচিত দুটি গ্রন্থ। বাংলাদেশ সেনবাহিনীর সাবেক উর্দ্ধতন সামরিক কর্মকর্তা, লে.জেনারেল আমিনুল করিম (রুমী) কে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা থেকে ২০০৩ সালে ‘চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা শতবর্ষ পূর্তি উৎসব সম্মাননা’ প্রদান করা হয়। {অসমাপ্ত…/বিস্তারিত প্রকাশিতব্য মূল গ্রন্থ- ‘আলোকিত চাঁপাইনবাবগঞ্জ’ (চাঁপাইনবাবগঞ্জের দু’শো বছর ইতিহাসের বিশিষ্ট ব্যক্তিদের সংক্ষপ্তি জীবনী) }