‘ড. মোহা. এমরান হোসেন’ ইসলামি চিন্তাবিদ, লেখক-গবেষক, ঐতিহ্যবাহী চাঁপাইনবাবগঞ্জ আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ। ১৯৭২ সালের ৩০ জানুয়ারী চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের একবরপুর গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তাঁর পিতা একবর আলী এবং মাতা মোসা.নার্গিস বেগম।
চাঁপাইনবাবগঞ্জ কামিল মাদ্রাসা থেকে ১৯৯৩ সালে প্রথম বিভাগে ‘কামিল (হাদীছ)’, ১৯৯৪ সালে প্রথম বিভাগে ‘কামিল (তাফসীর)’ ও নবাবগঞ্জ সরাকরি কলেজ থেকে ১৯৯৫ সালে প্রথম বিভাগে বি.এ পাস করেন। মেধাবী ছাত্র ড.এমরান হোসেন রাজশাহী কলেজ থেকে ১৯৯৮ সালে ইসলামিক স্টাডিজ বিভাগে এম.এ (প্রথম বিভাগ) এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ২০০৭ সালে ‘হিজরী চতুর্থ ও পঞ্চম শতাব্দীতে হাদীছ চর্চার প্রকৃতি ও ধারা:একটি পর্যালোচনা ‘অভিসন্দর্ভ রচনা করে পি.এইচ.ডি ডিগ্রী অর্জন করেন।
বাংলাদেশের শ্রেষ্ঠ অধ্যক্ষ হিসেবে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৮ এ সরকারীভাবে পুরস্কৃত হোন ড. এমরান হোসেন। ধর্মীয়সহ বিভিন্ন বিষয়ে তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা ৩টি। এছাড়াও বিভিন্ন জার্নাল, জাতীয় ও স্থানীয় পেপার, পত্রিকায় তাঁর অসংখ্য প্রবন্ধ, নিবন্ধ, গবেষণাধর্র্মী, সৃজনশীল লেখা প্রকাশিত হয়েছে।
বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা মানবাধিকার এর চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি, বাংলাদেশের মাদরাসা সমূহের একক ও বৃহত্তম সংগঠন ‘জমিয়াতুল মুদাররেসিন এর চাঁপাইনবাবগঞ্জ জেলার সভাপতির দায়িত্ব পালন করছেন। জেলা ও উপজেলা প্রশাসন কর্তৃক গঠিত বিভিন্ন কমিটি, বিশেষত তিনি ‘উপজেলা আইন-শৃঙ্খলা কমিটি’, ‘নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটি এবং বাল্য বিবাহ প্রতিরোধ কমিটির’ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ স্কাউটস চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা শাখার সহ-সভাপতি এবং বাংলাদেশ স্কাউটস, চাঁপাইনবাবগঞ্জ জেলা রোভারের সদস্য, ইসলামিক ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জ জেলার মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের মনিটরিং কমিটির এবং মাসিক চাঁদ দেখা কমিটির সদস্য, চাঁপাইনবাবগঞ্জ জেলা জাতীয় সাহিত্য পরিষদের সদস্যসহ বিভিন্ন প্রতিষ্ঠানের বিভিন্ন দায়িত্ব পালন করছেন।
ড. মোহা. এমরান হোসেন দীর্ঘদিন নিজ গ্রামের জুমা মসজিদের খতীব হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী ঈদ জামায়াতের ইমাম হিসেবে নিয়োজিত আছেন। তিনি জুমুআহ ও ঈদের খুতবায় এবং বিভিন্ন সভা-সমিতিতে আল কুরআন ও হাদিসের সঠিক ব্যাখ্যা তুলে ধরেন। উপজেলা ও জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন কর্তৃক আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে তিনি ধর্মীয় বিশেষজ্ঞ হিসেবে বক্তব্য উপস্থাপন করেন। বিশেষত জনগণের মধ্যে জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী মনোভাব গড়ে তোলার লক্ষ্যে মানবিক উন্নয়ন সোসাইটি প্রয়াস, চাঁপাইনবাবগঞ্জ এর একটি প্রকল্পের অধীনে তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইমামগণের প্রশিক্ষণ কোর্সের মাস্টার ট্রেইনার হিসেবে দায়িত্ব পালন করেন।
বর্তমানে ঐতিহ্যবাহী চাঁপাইনবাবগঞ্জ আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি চাঁপাইনবাবগঞ্জ শঙ্করবাটি হেফজুল উলুম এস.কে কামিল (স্নাতকোত্তর) মাদ্রাসার অধ্যক্ষ হিসেবে কর্মরত ছিলেন। জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৬ এ মাদ্রাসা পর্যায়ে চাঁপাইনবাবগঞ্জ জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হোন। {অসমাপ্ত……/ বিস্তারিত প্রকাশিতব্য গ্রন্থ- ‘আলোকিত চাঁপাইনবাবগঞ্জ’www.alokito-chapainawabganj.com (চাঁপাইনবাবগঞ্জের দু’শো বছর ইতিহাসের বিশিষ্ট ব্যক্তিদের সংক্ষিপ্ত জীবনী-১ম ও ২য় খণ্ড), লেখক- মাহবুবুল ইসলাম ইমন}