গ্রন্থাকারে প্রকাশ হতে যাচ্ছে ‘আলোকিত চাঁপাইনবাবগঞ্জ’ এবং ‘আলোকিত বৃহত্তর রাজশাহী’

খুব শীঘ্রই গ্রন্থাকারে প্রকাশ পেতে যাচ্ছে আপনাদের প্রিয় ‘আলোকিত চাঁপাইনবাবগঞ্জ’ এবং ‘আলোকিত বৃহত্তর রাজশাহী’। দু’শো বছর ইতিহাস গবেষণার আলোকে প্রকাশিতব্য গ্রন্থ দুটিতে থাকছে চাঁপাইনবাবগঞ্জ ও বৃহত্তর রাজশাহীর প্রায় দুই শতাধিক বিভিন্ন প্রকার বিশিষ্ট ব্যক্তিদের সংক্ষিপ্ত জীবনী।

“নিজেকে চিনি, নিজেকে গড়ি… / গড়ি আলোকিত চাঁপাইনবাবগঞ্জ (আলোকিত বৃহত্তর রাজশাহী), গড়ি আলোকিত বাংলাদেশ…” এই স্লোগানকে সামনে রেখে মাঠ পর্যায় {৪৬টি ইউনিয়ন, ৫টি উপজেলাসহ চাঁপাইনবাবগঞ্জ জেলা, রাজশাহী জেলা, নওগাঁ জেংলা, নাটোর জেলা, মালদহ (ভারতের পশ্চিমবঙ্গ) জেলা, বরিশাল, ময়মনসিংহ এবং ঢাকা জেলার বিভিন্ন এলাকা} থেকে দীর্ঘ ৮/৯ বছর ধরে, তথ্য-উপাত্ত সংগ্রহ শেষে প্রায় ৬ শত বিশিষ্ট ব্যক্তিদের প্রয়োজনীয় তথ্যাবলির ডাটাবেজ তৈরি করতে আমরা সক্ষম হয়েছি। গবেষণাধর্মী এই প্রকাশনা প্রকল্পের মাঠ পর্যায়সহ বিভিন্নখাতে এ পর্যন্ত প্রায় ৬ লক্ষ টাকা আমাদের ব্যয় হয়েছে। এছাড়াও বিগত ৪ বছর আলোকিত চাঁপাইনবাবগঞ্জ ফাউন্ডেশনের প্রাতিষ্ঠানিক বিভিন্ন খাতে ব্যয় হয়েছে প্রায় ৬ লক্ষ টাকা। ইতিপূর্বে যারা বিভিন্ন সময়ে পরামর্শ, তথ্য-উপাত্তগত সহযোগিতা, অর্থনৈতিক পৃষ্ঠপোষকতা (দান/অনুদান)সহ বিভিন্ন প্রকার প্রয়োজনীয় সহযোগিতা করে যে সকল সুহৃদ ব্যক্তি/প্রতিষ্ঠান আন্তরিকভাবে আমাদের পাশে থেকেছেন। তাঁদের প্রতি রইল আমাদের অশেষ কৃতজ্ঞতা, আন্তরিক শুভেচ্ছা এবং শুভকামনা।

আমাদের প্রকাশিতব্য গ্রন্থ আলোকিত চাঁপাইনবাবগঞ্জ প্রকাশনা প্রকল্প-১ এর সম্ভাব্য বাজেট ১০ লক্ষ টাকা এবং গ্রন্থ প্রকাশ পরকর্তীতে প্রকাশনা উৎসব অনুষ্ঠান সম্ভাব্য বাজেট ১০ লক্ষ টাকা। সমাজের বিত্তশালী-দানশীল-সমাজসেবক ব্যক্তি/প্রতিষ্ঠান যারা রয়েছেন, যারা আমাদের এই মহতী উদ্যোগ/প্রকাশনা প্রকল্পকে অর্থনৈতিকভাবে সহযোগিতা-পৃষ্ঠপোষকতা করতে চান। আমাদের সাথে যোগাযোগপূর্বক নিচের ব্যাংক এ্যাকাউন্ট/বিকাশ নম্বরে, তাঁরা আমাদের সহযোগিতা করতে পারেন। এক্ষেত্রে বলাবাহুল্য যে, ‘জীবনীর’ জন্য কোন ‘বিশিষ্ট ব্যক্তিকে’ বাধ্যতামূলকভাবে কোন প্রকার দান-অনুদান-চাঁদা দিতে হবেনা। তবে স্বেচ্ছায় তাঁরা আমাদের সহযোগিতা করতে পারেন। ব্যাংক এ্যাকাউন্ট নম্বর:-৪৭০৪৩০২০০০৫১২ (আলোকিত চাঁপাইনবাবগঞ্জ প্রকাশনা প্রকল্প) সোনালী ব্যাংক, নিউ মার্কেট চাঁপাইনবাবগঞ্জ ব্র্যাঞ্চ এবং বিকাশ নম্বর: ০১৭২২-৪১৯২১৯

বৃহত্তর স্বার্থে, জনকল্যাণে আলোকিত চাঁপাইনবাবগঞ্জ ফাউন্ডেশন এই স্লোগানকে সামনে রেখে জাতীয় সামাজিক-সাংস্কৃতিক,গবেষণাধর্মী-সেবামূলক প্রতিষ্ঠান ‘আলোকিত চাঁপাইনবাবগঞ্জ ফাউন্ডেশন’(http://alokitochapainawabganjfoundation.com/) এর প্রকাশনায় গ্রন্থটি প্রকাশিত হবে। পরবর্তী সময়ে এই প্রকাশনার দ্বিতীয় খন্ড কিংবা অনলাইনের মাধ্যমে, অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের জীবনী ধারাবাহিকভাবে সংযোজন করার চলমান প্রয়াস আমাদের অব্যহত থাকবে। এছাড়াও আমাদের পরবর্তী
প্রকাশনা প্রকল্প- আলোকিত বৃহত্তর রাজশাহী (www.alokitobrihottorrajshahi.com) এর কার্যক্রম চলমান রয়েছে। আগামীতে যা গ্রন্থাকারে প্রকাশিত হবে।

‘আলোকিত চাঁপাইনবাবগঞ্জের’ সকল পাঠক, বিশিষ্ট ব্যক্তি, শুভাকাঙ্খীদের প্রতি রইল কৃতজ্ঞতা। সকলকে জানাই শুভেচ্ছা ও শুভ কামনা নিরন্তর…

##‎ শুভেচ্ছান্তে‬ :
সাংবাদিক মাহবুবুল ইসলাম ইমন
উদ্যোক্তা ও লেখক, আলোকিত চাঁপাইনবাবগঞ্জ প্রকাশনা প্রকল্প, মূল উদ্যাক্তা ও সদস্য সচিব, আলোকিত চাঁপাইনবাবগঞ্জ ফাউন্ডেশন, প্রতিষ্ঠাতা-সাধারণ সম্পাদক, সিটি প্রেসক্লাব, চাঁপাইনবাবগঞ্জ, ফোন: ০২৫৮৮৮৯২৬১৯, মুঠোফোন: ০১৭২২-৪১৯২১৯, ০১৮২৯-৩০৭০৩০, ই-মেইল: joyemon86@gmail.com