খুব শীঘ্রই গ্রন্থাকারে প্রকাশ পেতে যাচ্ছে আপনাদের প্রিয় ‘আলোকিত চাঁপাইনবাবগঞ্জ’ ১ম ও ২য় খণ্ড এবং ‘আলোকিত বৃহত্তর রাজশাহী’। দু’শো বছর ইতিহাস গবেষণার আলোকে প্রকাশিতব্য গ্রন্থ ৩টিতে থাকছে চাঁপাইনবাবগঞ্জ ও বৃহত্তর রাজশাহীর প্রায় ৪ শতাধিক বিভিন্ন প্রকার বিশিষ্ট ব্যক্তিদের সংক্ষিপ্ত জীবনী।
“নিজেকে চিনি, নিজেকে গড়ি… / গড়ি আলোকিত চাঁপাইনবাবগঞ্জ (আলোকিত বৃহত্তর রাজশাহী), গড়ি আলোকিত বাংলাদেশ…” এই স্লোগানকে সামনে রেখে মাঠ পর্যায় {৪৬টি ইউনিয়ন, ৫টি উপজেলাসহ চাঁপাইনবাবগঞ্জ জেলা, রাজশাহী জেলা, নওগাঁ জেংলা, নাটোর জেলা, মালদহ (ভারতের পশ্চিমবঙ্গ) জেলা, বরিশাল, ময়মনসিংহ, গাজীপুর, কুমিল্লা, সিলেট এবং ঢাকা জেলার বিভিন্ন এলাকা} থেকে দীর্ঘ ১০/১২ বছর ধরে, তথ্য-উপাত্ত সংগ্রহ শেষে প্রায় ৫ শত বিশিষ্ট ব্যক্তিদের প্রয়োজনীয় তথ্যাবলির ডাটাবেজ তৈরি শেষে এই ওয়েবসাইটে প্রায় ২০০ জনের সংক্ষিপ্ত জীবনী প্রকাশ করেছি। গবেষণাধর্মী এই প্রকাশনা প্রকল্পের মাঠ পর্যায়সহ বিভিন্নখাতে এ পর্যন্ত প্রায় ৮-১০ লক্ষ টাকা আমাদের ব্যয় হয়েছে। এছাড়াও বিগত ৬ বছর আলোকিত চাঁপাইনবাবগঞ্জ ফাউন্ডেশনের প্রাতিষ্ঠানিক বিভিন্ন খাতে ব্যয় হয়েছে প্রায় ১৬ লক্ষ টাকা। ইতিপূর্বে যারা বিভিন্ন সময়ে পরামর্শ, তথ্য-উপাত্তগত সহযোগিতা, অর্থনৈতিক পৃষ্ঠপোষকতা (দান/অনুদান)সহ বিভিন্ন প্রকার প্রয়োজনীয় সহযোগিতা করে যে সকল সুহৃদ ব্যক্তি/প্রতিষ্ঠান আন্তরিকভাবে আমাদের পাশে থেকেছেন। তাঁদের প্রতি রইল আমাদের অশেষ কৃতজ্ঞতা, আন্তরিক শুভেচ্ছা এবং শুভকামনা।
আমাদের প্রকাশিতব্য গ্রন্থ আলোকিত চাঁপাইনবাবগঞ্জ প্রকাশনা প্রকল্প-১ এর ১ম খন্ডের সম্ভাব্য বাজেট ১০ লক্ষ টাকা এবং গ্রন্থ প্রকাশ পরবর্তীতে আলোকিত উৎসব, ফাউন্ডেশনের উদ্বোধন, প্রকাশনা উৎসব অনুষ্ঠান সম্ভাব্য বাজেট ১০ লক্ষ টাকা। সমাজের বিত্তশালী-দানশীল-সমাজসেবক ব্যক্তি/প্রতিষ্ঠান যারা রয়েছেন, যারা আমাদের এই মহতী উদ্যোগ/প্রকাশনা প্রকল্পকে অর্থনৈতিকভাবে সহযোগিতা-পৃষ্ঠপোষকতা করতে চান। আমাদের সাথে যোগাযোগপূর্বক নিচের ব্যাংক এ্যাকাউন্ট/বিকাশ নম্বরে, তাঁরা আমাদের সহযোগিতা করতে পারেন। ব্যাংক এ্যাকাউন্ট নম্বর:-৪৭০৪৩০২০০০৫১২ (আলোকিত চাঁপাইনবাবগঞ্জ প্রকাশনা প্রকল্প) সোনালী ব্যাংক, নিউ মার্কেট চাঁপাইনবাবগঞ্জ ব্র্যাঞ্চ এবং বিকাশ নম্বর: ০১৭২২-৪১৯২১৯
বৃহত্তর স্বার্থে, জনকল্যাণে আলোকিত চাঁপাইনবাবগঞ্জ ফাউন্ডেশন এই স্লোগানকে সামনে রেখে জাতীয় সামাজিক-সাংস্কৃতিক,গবেষণাধর্মী-সেবামূলক প্রতিষ্ঠান ‘আলোকিত চাঁপাইনবাবগঞ্জ ফাউন্ডেশন’(http://alokitochapainawabganjfoundation.com/) এর প্রকাশনায় গ্রন্থটি প্রকাশিত হবে। পরবর্তী সময়ে এই প্রকাশনার দ্বিতীয় খন্ড এবং অনলাইনের মাধ্যমে, অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের জীবনী ধারাবাহিকভাবে সংযোজন করার চলমান প্রয়াস আমাদের অব্যহত থাকবে। এছাড়াও আমাদের পরবর্তী
প্রকাশনা প্রকল্প- আলোকিত বৃহত্তর রাজশাহী (www.alokitobrihottorrajshahi.com) এর কার্যক্রম চলমান রয়েছে। আগামীতে যা গ্রন্থাকারে প্রকাশিত হবে।
‘আলোকিত চাঁপাইনবাবগঞ্জের’ সকল পাঠক, বিশিষ্ট ব্যক্তি, শুভাকাঙ্খীদের প্রতি রইল কৃতজ্ঞতা। সকলকে জানাই শুভেচ্ছা ও শুভ কামনা নিরন্তর…
## শুভেচ্ছান্তে :
সাংবাদিক মাহবুবুল ইসলাম ইমন
মূল উদ্যোক্তা, লেখক-গবেষক, আলোকিত চাঁপাইনবাবগঞ্জ প্রকাশনা প্রকল্প, প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক, আলোকিত চাঁপাইনবাবগঞ্জ ফাউন্ডেশন, প্রতিষ্ঠাতা-সাধারণ সম্পাদক, সিটি প্রেসক্লাব, চাঁপাইনবাবগঞ্জ, ফোন: ০২৫৮৮৮৯২৬১৯, মুঠোফোন: ০১৭২২-৪১৯২১৯, ০১৮২৯-৩০৭০৩০, ই-মেইল: joyemon86@gmail.com