`নিজেকে চিনি, নিজেকে গড়ি / গড়ি আলোকিত চাঁপাইনবাবগঞ্জ, গড়ি আলোকিত বাংলাদেশ…’ এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ আমপাতা খেলাঘর আসরের উদ্যোগে আধুনিক গম্ভীরার জনক, চাঁপাইনবাবগঞ্জের আলোকিত ব্যক্তিত্ব ‘শেখ সফিউর রহমান সুফি মাস্টার’ স্মরণে `আলোচনা-সম্মাননা প্রদান ও গম্ভীরা উৎসব’ অনুষ্ঠিত হয়েছে।
২১ মার্চ সোমবার-২০১৬, বিকেল ৫টায় স্থানীয় শহীদ সাটু হলে বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও আমপাতা খেলাঘর আসরের উপদেষ্টা ইসরাইল সেন্টুর সভাপতিত্ত্বে আলোচনায় স্বাগত বক্তব্য রাখেন আমপাতা খেলাঘর আসরের সাধারণ সম্পাদক এবং ‘আলোকিত চাঁপাইনবাবগঞ্জের’ উদ্যোক্তা ও লেখক মাহবুবুল ইসলাম ইমন। সভায় সম্মানিত অতিথি ছিলেন জেলা প্রশাসক জাহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন চাঁপাই গম্ভীরার নানা খ্যাত মাহবুবুল আলম, চাকাস্থ চাঁপাইনবাবগঞ্জের অধিবাসীদের ‘দিয়াড়’ সংগঠনের সদস্য সচিব ও ঢাকায় অনুষ্ঠিতব্য জাতীয় গম্ভীরা উৎসবের সমন্বয়কারী, আরটিভির(ঢাকা) বার্তা সম্পাদক আনোয়ার হক, সুফি মাস্টারের পৌত্র মামুন রহমান ও প্রধান অতিথি সদর আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদের প্রতিনিধি-জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আতিকুল ইসলাম।
আলোচনা শেষে সুফী মাস্টারের পরিবারের হাতে `আলোকিত চাঁপাইনবাবগঞ্জের’ পক্ষ থেকে ‘আলোকিত ব্যক্তিত্ব সম্মাননা-পদক (মরণোত্তর)’ এর ক্রেস্ট প্রদান করেন সম্মানিত জেলা প্রশাসক। এই অনুষ্ঠানের অন্যতম উদ্যোক্তা এবং আমপাতা খেলাঘর আসরের সহ-সম্পাদক ইয়াসির আরাফাতের পিতা গোলাম মোস্তফার (জনতা ব্যাংকের চাকুরিজীবী) পক্ষ থেকে তাঁর স্ত্রী সারিকা বেগম, সুফি মাস্টারের পৌত্র মামুন রহমানের হাতে সম্মাননা স্বরুপ ‘দশ হাজার টাকার একটি চেক’ তুলে দেন।
সন্ধ্যায় গম্ভীরা পরিবেশন করেন সঞ্জয় ও তাঁর দল, আবৃত্ত্বি করেন পারভেজ আলম ও নীনা, পুঁথি পাঠ করেন মাহবুবুল আলম, কৌতুকাভিনয় করেন হীরক ও তার দল, সংগীত পরিবেশন করেন সাদরুল ইসলাম তাজ ও অয়ন । অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চাঁপাই গম্ভীরার নাতি খ্যাত ফাইজার রহমান মানি। অনুষ্ঠানে জেলার সকল গম্ভীরার নানা-নাতী এবং তাঁর দলসহ চাঁপাইনবাবগঞ্জের গণ্যমান্য, বিভিন্ন শ্রেণী-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।