মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, রণাঙ্গণের বীর মুক্তিযোদ্ধা ‘হাফিজুর রহমান হাসনু’ ১৯৩৮ সালে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মোজাফ্ফর হোসেন এবং মাতা আমেনা বেগম।
রহনপুর ইউনিয়ন পরিষদের অন্যতম চেয়ারম্যান হিসেবে এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। ‘হাফিজুর রহমান হাসনু’ ছিলেন গোমস্তাপুর উপজেলার তৎকালীন আওয়ামীলীগের নেতা। মুক্তিযুদ্ধের সময় রহনপুর-ভোলাহাট এলাকায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। মুক্তিযুদ্ধের সময় অত্র এলাকার মুক্তিযোদ্ধাদের যাবতীয় কার্যক্রম দেখাশোনা করতেন তিনি। তৎকালীন আওয়ামীলীগের জেলা নেতৃবৃন্দের সাথে যোগাযোগ রক্ষা করে কার্যক্রম নির্ধারণ করতেন। ভারতের স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে মুক্তিযুদ্ধ সংক্রান্ত বিভিন্ন কাজের সমন্বয় সাধন, শরাণার্থীদের সমস্যা দূর করার চেষ্টা ছাড়াও তিনি মুক্তিযুদ্ধের কিছু কিছু অপারেশনে নেতৃত্ব দান করেন। মুক্তিযুদ্ধকালীন সময়ে তিনি আদমপুর প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি ইনচার্জ হিসেবেও দায়িত্ব পালন করেন। একাত্তরের রণাঙ্গণের অন্যতম বীর মুক্তিযোদ্ধা হাফিজুর রহমান হাসনু ১৯৮৭ সালে মৃত্যুবরণ করেন। { অসমাপ্ত…/ বিস্তারিত প্রকাশিতব্য মূল গ্রন্থ- ‘আলোকিত চাঁপাইনবাবগঞ্জ’ (চাঁপাইনবাবগঞ্জের দু’শো বছর ইতিহাসের বিশিষ্ট ব্যক্তিদের সংক্ষিপ্ত জীবনী)