জামিল রায়হান

Share With

কবি ও গীতিকার, সোনালী ব্যাংকের সাবেক উপমহাব্যবস্থাপক (ডিজিএম)- ‘জামিল রায়হান’। চাঁপাইনবাবগঞ্জের কৃতী এই মানুষটি থাকেন ঢাকায়। গুণী পরিবারের সন্তান ‘জামিল রায়হান’ ১৯৫৬ সালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার তৎকালীন চর অনুপনগর গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মুহম্মদ ফজলুর রহমান একজন গুণি শিক্ষক ও সমাজসেবী। মহানন্দা নদীতে ব্যাপক ভাঙণের কারণে ১৯৯২ সালে চর অনুপনগর গ্রাম থেকে তাঁর পিতা রাজশাহী জেলার গোদাগাড়ি উপজেলার বাসুদেবপুরে ইউনিয়নে পরিবারসহ চলে আসেন। মুহম্মদ ফজলুর রহমান বাসুদেবপুর উচ্চ বিদ্যালয়ের স্বনামধন্য প্রধান শিক্ষক ছিলেন। অত্র এলাকার অনেক খ্যাতিমান মানুষদের তিনি সরাসরি শিক্ষক ছিলেন ।

‘জামিল রায়হান’ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের মেধাবী ছাত্র। ছাত্রাবস্থা থেকে লেখালেখির সাথে জড়িত। সত্তর দশকের দেশের বিভিন্ন পত্রপত্রিকা ও লিটল ম্যাগাজিনে নিয়মিত লিখেছেন। সোনালী ব্যাংকে সূদীর্ঘ একত্রিশ বছর চাকুরিকালে কর্ম ব্যস্ততার কারণে লেখালেখি থেকে অনেকটা বিচ্ছিন্ন ছিলেন। সোনালী ব্যাংকের উপমহাব্যবস্থাপক (ডিজিএম)সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

২০১১ সালে তাঁর প্রথম কাব্যগ্রন্থ শেকড়ে মাটির ঘ্রাণ প্রকাশিত হয়। এরপর ২০১৬ তে প্রকাশিত হয় দুটি কাব্যগ্রন্থ ১. বুকের ভেতর ঘর বসতি ২. ডুবোচরে জোছনার মায়া। ২০১৭ তে প্রিয় সহধর্মিণীর অকাল মৃত্যু তাঁর জীবনে নতুন ঘোরলাগা এক সময়ের সূচনা করে। কিন্তু এই একলা ভুবনে তিনি কবিতার নতুন জগত সৃষ্টি করেন। প্রিয়তমার উদ্দেশ্যে এলিজি গ্রন্থ বের হয় এ বছরেই। ‘প্রিয়তমা তোমার জন্য শোকগাথা’(২০১৭) প্রেম ভালোবাসার দৃষ্টিকোণ থেকে এক অনন্য কবিতা সংগ্রহ। ২০১৮ তে বের হয় পঞ্চম কাব্যগ্রন্থ “ভেঙে পড়া কাচের শহর”। ২০১৯ এ প্রকাশিত হয় ষষ্ঠ কাব্যগ্রন্থ “এ যেন আমারই মুখ”। করোনাকালের দৈব দুর্যোগের ভেতরেও ২০২১ এ তাঁর সম্পাদনায় প্রকাশিত হয় প্রিয় সহধর্মিণীকে নিয়ে স্মারকগ্রন্থ “তুমি রবে নীরবে”। করোনাকালের গৃহবন্দি সময়কে কাজে লাগিয়ে তিনি রচনা করেন দাম্পত্য জীবন নিয়ে স্মৃতিগ্রন্থ “তোমার সকল ভালোবাসায়’। এটি ২০২২ এ প্রকাশিত হয়। এ বছরেই আরো তিনটি গ্রন্থ প্রকাশিত হচ্ছে। তাঁর সপ্তম কাব্যগ্রন্থ ” ভাঙা আয়নায় অসমাপ্ত মুখ”, স্মৃতিগ্রন্থ ” ছেঁড়া স্মৃতি বিচ্ছিন্ন ভাবনা” আর গানের সংকলন ” আমার শত গান”।

শুধু কবি-লেখক নন, গীতিকার হিসেবেও তাঁর পরিচিতি রয়েছে। ২০২১-২০২২ এ কোলকাতা থেকে বেরিয়েছে তাঁর লেখা দুটি গানের এলবাম,”স্বপ্ন বিলাস ” আর “দুঃখ বিলাস”। এই এলবামে কন্ঠ দিয়েছেন উপমহাদেশের প্রথিতযশা শিল্পী হৈমন্তী শুক্লা, বিশিষ্ট সংগীত শিল্পী রাঘব চ্যাটার্জি, সারেগামাপা খ্যাত জিমুত রায় আর সুকন্ঠী প্রিয়াঙ্কা মান্না। রাজশাহী বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগ এ্যালামনাই এর উপদেষ্টা, ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির আজীবন সদস্য, দিয়াড় এর কার্যনির্বাহী সদস্যসহ বিভিন্ন সামাজিক/ সাংস্কৃতিক সংগঠনের সাথে তিনি জড়িত রয়েছেন। { অসমাপ্ত……/ বিস্তারিত প্রকাশিতব্য গ্রন্থ- ‘আলোকিত চাঁপাইনবাবগঞ্জ’ www.alokito-chapainawabganj.com (চাঁপাইনবাবগঞ্জের দু’শো বছর ইতিহাসের বিশিষ্ট ব্যক্তিদের সংক্ষিপ্ত জীবনী ১ম ও ২য় খণ্ড) লেখক- মাহবুবুল ইসলাম ইমন}