বাংলাদেশ পুলিশের অন্যতম উর্ধ্বতন কর্মকর্তা, ডিআইজি ‘মো. নজরুল ইসলাম (এনডিসি)’ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে জন্মগ্রহণ করেন। কর্মসূত্রে থাকেন ঢাকায়।
এসএসসিতে প্রথম বিভাগ এবং এইচএসসিতে রাজশাহী শিক্ষাবোর্ডের আওতায় চতুর্থ স্থান অধিকারি নজরুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষাজীবনেই জড়িয়ে পড়েন পেশাদার সাংবাদিকতায়। প্রায় ৭ বছর সাংবাদিকতা করেছেন বাংলা ও ইংরেজী জাতীয় পত্রিকায়। এরপর পঞ্চদশ বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ১৯৯৫ সালে যোগদান করেন বাংলাদেশ পুলিশে। দেশে- বিদেশে নানাস্থানে অপারেশনাল, এডমিনিস্ট্রেটিভ, ইনটেলিজেন্স, মিডিয়া ম্যানেজমেন্ট এবং প্রশিক্ষণ প্রতিষ্ঠানে কাজ করেছেন।
মানবতাবাদী-মিডিয়াবান্ধব, স্মার্ট পুলিশ অফিসার ডিআইজি মো. নজরুল ইসলাম বাংলাদেশ পুলিশের ফাউন্ডার এআইজি মিডিয়া হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর হাত দিয়েই বাংলাদেশ পুলিশের এআইজি মিডিয়া বিভাগটি শুরু হয়। এছাড়াও তিনটি জেলার পুলিশ সুপার এবং সিলেট রেঞ্জে অতিরিক্ত ডিআইজি ও টেলিকমিউনিকেশনের অতিরিক্ত ডিআইজির দায়িত্ব পালন করেন। জাতিসংঘের অধীনে শান্তিরক্ষী হিসেবে কসভোয় সোয়া দুই বছর দায়িত্ব পালন করেন। বর্তমানে ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে কমান্ড্যান্ট (ডিআইজি) হিসেবে কর্মরত রয়েছেন।
বাংলাদেশ পুলিশের ‘মিডিয়া গাইডলাইন’- এর প্রণেতা তিনি।পুলিশের ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলের ম্যানুয়াল তৈরি করে পুলিশের ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রেখেছেন। এছাড়াও জাতিসংঘের জনসংখ্যা তহবিলের সহায়তায় জামালপুর জেলায় বাল্যবিয়ে নিয়ন্ত্রণে অগ্রণী ভূমিকা পালন করেন। সেখানে ২০১৪ সালে বিনাদোষে যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত দম্পত্তিকে মুক্ত করে করে তিনি মানবিক পুলিশের বিরল দৃষ্টান্ত স্থাপন করেন। জনাব নজরুল বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল এর অধীনে Origin and Development of Public Safety Systems in Bengal বিষয়ে পিএইচডি গবেষক। চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি, ঢাকাসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক প্রতিষ্ঠানের সাথে যুক্ত রয়েছেন। {অসমাপ্ত……/ বিস্তারিত প্রকাশিতব্য গ্রন্থ- ‘আলোকিত চাঁপাইনবাবগঞ্জ’ www.alokito-chapainawabganj.com (চাঁপাইনবাবগঞ্জের দু’শো বছর ইতিহাসের বিশিষ্ট ব্যক্তিদের সংক্ষিপ্ত জীবনী-১ম ও ২য় খণ্ড), লেখক- মাহবুবুল ইসলাম ইমন}