বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সাবেক চেয়ারম্যান, প্রথিতযশা প্রকৌশলী- মো.হাবিব উদ্দিন ১৯৪৫ সালের ২৫ আগষ্ট চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের সাতরশিয়া গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। ১৯৬৭ সালে তৎকালীন East Pakistan University of Engineering and Technology বর্তমানে BUET থেকে ১ম শ্রেণীতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং (সিভিল) পাশ করেন। ১৯৬৮-১৯৭০ সাল পর্যন্ত বাস্ত কলাবিদ নামে এক কনসালটিং ফার্মে কর্মরত ছিলেন। এরপর ১৯৭০ সালে তিনি পাকিস্তান পরমাণু শক্তি কমিশন এ উর্ধ্বতন প্রকৌশলী, ১৯৭৭ সালে মুখ্য প্রকৌশলী, ১৯৮৩ সালে প্রধান প্রকৌশলী হিসাবে পদন্নতি পান। ১৯৯৪ সালে সদস্য প্রকৌশল ও ১৯৯৯ সালে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন এর (৬ষ্ঠ তম) চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হন প্রথিতযশা প্রকৌশলী- মো.হাবিব উদ্দিন । ২০০২ সালে তিনি অবসর গ্রহণ করেন।
দীর্ঘ ৩৩ বছরের কর্মরত জীবনে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন এর বিভিন্ন গবেষণা ও উন্নয়ন মূলক কাজ এবং বিশেষত অবকাঠামো উন্নয়নের প্রতিটি ধাপের সাথে সরাসরি সম্পৃক্ত ছিলেন। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইন্সটিটিউট, ময়মনসিংহ; পরমাণু শক্তি গবেষণা, সাভার; পরমাণু চিকিৎসা কেন্দ্র, রংপুর, সিলেট, বরিবাল, খুলনা ও দিনাজপুর প্রকল্প বাস্তবায়নে সফলতার সাথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এছাড়াও পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের গভর্নিং বডির সদস্য [১৯৮৩-১৯৯৩]; বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউট এর ফেলো নির্বাচিত হন ১৯৮৯ সালে, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের বিজ্ঞানী সংঘের সদস্য [১৯৭৩-১৯৯৩]; ও Japan International Co-oeration Agency (JAICA) এর সদস্য হন ১৯৯৩ সালে। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যানের হিসাবে পরপর তিন বছর যথা ১৯৯৯, ২০০০, ২০০১ সালে International Atomic Energy agency (IAEA), Viena, Austria Z Annual Conference এ যোগদান করেন। এছাড়াও তিনি বিভিন্ন বৈজ্ঞানিক সফরে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশ ভ্রমণ করেন। {অসমাপ্ত…/ বিস্তারিত প্রকাশিতব্য মূল গ্রন্থ- ‘আলোকিত চাঁপাইনবাবগঞ্জ’ (চাঁপাইনবাবগঞ্জের দু’শো বছর ইতিহাসের বিশিষ্ট ব্যক্তিদের সংক্ষপ্তি জীবনী)}