দেশের কৃতী স্কাউটার, চাঁপাইনবাবগঞ্জ মুক্তমহাদলের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট সংগঠক ও সমাজসেবী- ‘মোসফিকুর রহমান’ ১৯৫৯ সালের ১৪ জানুয়ারি চাঁপাইনবাবগঞ্জ শহরের হুজরাপুর মহল্লার এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা রেজাউর রহমান এবং মাতা ফাতেমা বেগম। তিন ভাই ও তিন বোনের মধ্যে তিনি পিতা-মাতার সর্বকনিষ্ঠ সন্তান। কৃতী স্কাউটার মোসফিকুর রহমান ১৯৮৪ সালে বিয়ে করেন চাঁপাইনবাবগঞ্জের আরেক খ্যাতিমান স্কাউটার ও নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক প্রয়াত ইয়াসিন আলীর বড় মেয়ে উম্মে কুলসুমকে। মোসফিকুর রহমানের ভাই-বোন, ছেলে-মেয়েসহ পুরো পরিবারটায় মূলত স্কাউট আন্দোলনের সাথে সক্রিয়ভাবে জড়িত। স্কাউট পরিবার হিসেবে ইতিমধ্যেই তাঁরা দেশব্যাপি সুনাম অর্জন করেছেন।
স্কাউটিং এর সফল এবং বর্ণাঢ্য জীবনে তিনি আন্তর্জাতিক পর্যায়ে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত ১৭তম বিশ্ব স্কাউট জাম্বুরীতে বাংলাদেশ কন্টিনজেন্টের সহ-কন্টিনজেন্ট লিডার হিসেবে দায়িত্ব পালন করেন। স্কাউটিংয়ের সকল ক্ষেত্রে তিনি তাঁর ধারাবাহিক অবদানের স্বীকৃতি স্বরুপ ন্যাশনাল সার্টিফিকেট-১৯৮৭, মেডেল অব মেরিট -১৯৯৪, বার-টু-দি মেডেল অব মেরিট-২০০০, সি.এন.সি’জ অ্যাওয়ার্ড-২০০১ ও ২০০৮ সালে সভাপতি অ্যাওয়ার্ড বাংলাদেশ স্কাউটস এর দ্বিতীয় সর্বোচ্চ অ্যাওয়াড ২০১০ সালে (রাষ্ট্রপতি কতৃক প্রদত্ত) রোপ্য ইলিশ লাভ করেন। মোসফিকুর রহমান স্কাউটার, কন্টিনজেন্ট লিডার ও কর্মকর্তা হিসেবে ১৯৭৬ সাল থেকে অদ্যাবধি স্থানীয় ও আঞ্চলিক সকল সমাবেশ, ক্যাম্পুরীসহ ৬টি জাতীয় কাব ক্যাম্পুরী, ৮টি জাতীয় স্কাউট জাম্বুরী, প্রথম জাতীয় রোভার মুটসহ বেশ ক’টি রোভার মুট, সৃজনী ক্যাম্প, অ্যাগোনরী, কমডেকা, জাতীয় শতবর্ষ স্কাউট ক্যাম্প, জাম্বুরী অন দ্যা ট্রেন ও ৬ষ্ঠ সাফ স্কাউট ফ্রেন্ডশীপ ক্যাম্প বাস্তবায়নে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জে প্রথম রাজশাহী আঞ্চলিক কাব ক্যাম্পুরীর আয়োজন ও বাস্তবায়নে সক্রিয় অবদান রাখেন। ১৯৯১ সালে থেকে বাংলাদেশ স্কাউটস এর প্রশিক্ষণ টিমের সদস্য (সহকারী লিডার ট্রেনার) হিসেবে ১২টি ইউনিট লিডার বেসিক ও এ্যাডভান্স কোর্সে প্রশিক্ষক এবং ১৩টি ইউনিট লিডার বেসিক কোর্সে কোর্স লিডারের দায়িত্ব পালন করেন। স্কাউটার মো. মোসফিকুর রহমান স্থানীয় স্কাউটস সহ-সম্পাদক (১৯৮১-৮৪) জেলা স্কাউটস সহ-সম্পাদক (১৯৮৪-৮৯), রাজশাহী আঞ্চলিক উপ-কমিশনার (এক্্রটেনশন) (১৯৯৮-২০০১), জেলা স্কাউটস সম্পাদক ২০০১ থেকে এবং জুলাই, ২০০৮ হতে বাংলাদেশ স্কাউটস এর জাতীয় উপ-কমিশনার (স্পেশাল ইভেন্টস) এবং বাংলাদেশ স্কাউটস এর জাতীয় উপ-কমিশনার (জনসংযোগ ও মার্কেটিং) প্রভৃতি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি বাংলাদেশ স্কাউটস, রাজশাহী অঞ্চল এর সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
বিশেষভাবে উল্লেখ্য, তাঁর প্রতিষ্ঠিত স্কাউট প্রতিষ্ঠান ‘চাঁপাইনবাবগঞ্জ মুক্তমহাদল’ জেলা শিশু একাডেমী কর্তৃক তিনবার জেলা পর্যায়ের শ্রেষ্ঠ শিশু সংগঠন হিসেবে পুরস্কৃত হয়েছে। মোসফিকুর রহমানের নেতৃত্বে চাঁপাইনবাবগঞ্জ মুক্তমহাদল আন্তর্জাতিক পর্যায়ে ১৭তম ও ২০তম বিশ্ব স্কাউট জাম্বুরীসহ বিভিন্ন জাম্বুরী ও মুটে সফলতার স্বাক্ষর রেখেছে। তাঁর ইউনিটের কয়েকজন স্কাউটার পর্যায়ক্রমে ন্যাশনাল সার্টিফিকেট ও মেডেল অব মেরিট এবং কাব ও স্কাউট শাখায় বেশ কয়েকজন স্কাউটার উডব্যাজ পার্চমেন্ট অর্জন করেছেন। স্কাউটিংয়ের পাশাপাশি সমাজসেবামূলক বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে জড়িত রয়েছেন সমাজসেবী মোসফিকুর রহমান। বর্তমানে তিনি কার্যনির্বাহী সদস্য- নাটাব, চাঁপাইনবাবগঞ্জ, কার্যনির্বাহী সদস্য- নবাবগঞ্জ ক্লাব, সাধারণ পরিষদ সদস্য- চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা, হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সমিতির সম্পাদক প্রভৃতি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। { অসমাপ্ত……/ বিস্তারিত প্রকাশিতব্য গ্রন্থ- ‘আলোকিত চাঁপাইনবাবগঞ্জ’ www.alokito-chapainawabganj.com (চাঁপাইনবাবগঞ্জের দু’শো বছর ইতিহাসের বিশিষ্ট ব্যক্তিদের সংক্ষিপ্ত জীবনী ১ম ও ২য় খণ্ড) লেখক- মাহবুবুল ইসলাম ইমন}