মুজিবুর রহমান

Share With

‘মুজিবুর রহমান’ একজন বিশিষ্ট রাজনীতিক-সমাজসেবী, সাবেক সংসদ সদস্য, শিক্ষক ও লেখক। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমীর ‘মুজিবুর রহমান’ ১৯৫৫ সালে তৎকালীন চাঁপাইনবাবগঞ্জের চর আলাতুলি ইউনিয়নের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লা এবং মাতা হামিদা খাতুন।

৬০ এর দশকে নদী ভাঙ্গনের কারণে চাঁপাইনবাবগঞ্জের চর-আলাতুলি ইউনিয়ন থেকে পার্শবর্তী রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার মহিশালবাড়ীর সাগরপাড়ায় তাঁর পিতা সিরাজুল ইসলাম মোল্লা স্থায়ীভাবে পরিবারসহ চলে আসেন।

মুজিবুর রহমান আলাতুলি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশুনা করেন। ১৯৭০ সালে গোদাগাড়ী সরকারি উচ্চ বিদ্যালয় এসএসসি পাস করেন। এসএসসিতে রাজশাহী শিক্ষাবোর্ডে মানবিক বিভাগ মেধা তালিকায় তৃতীয় স্থান অধিকার করেন। ১৯৭২ সালে রাজশাহী সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করেন। পরবর্তীতে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজীতে অনার্স ও মাস্টার্স ডিগ্রী অর্জন করেন। এছাড়াও, তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীন সার্টিফিকেট কোর্স আধুনিক আরবী ও আধুনিক ফার্সি কোর্সে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেন। ছাত্রজীবনে রচনা ও বক্তৃতা প্রতিযোগীতায়  কৃতিত্বের স্বাক্ষর রাখেন।

ছাত্রজীবন শেষ করে বিসিএস পরীক্ষায় উর্ত্তীণ হলেও তিনি বিসিএস এ্যাডমিন ক্যাডার না হয়ে শিক্ষকতাকে পেশা হিসেবে বেছে নেন। রাজশাহীর গোদাগাড়ী উপজেলার প্রেমতলী ডিগ্রী কলেজে ইংরেজির শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন। বগুড়ার শিবগঞ্জ ডিগ্রী কলেজে ইংরেজী শিক্ষক হিসেবে দীর্ঘদিন অধ্যাপনা করেন।

১৯৮৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে রাজশাহী-১ (গোদাগাড়ী ও তানোর) আসনে সংসদ সদস্য নির্বাচিত হোন। গোদাগাড়ী-রাজশাহীর শিক্ষা বিস্তারে অবদান রাখেন। গোদাগাড়ী উপজেলার একমাত্র মহিলা ফাজিল মাদ্রাসা প্রতিষ্ঠা করেন সমাজসেবী মুজিবুর রহমান। গোদাগাড়ী উপজেলায় মহিশালবাড়ী আল ইসলাহ ইসলামী একাডেমী এবং তানোর উপজেলায় আল মাদ্রাসাতুল ইসলাহিয়া প্রতিষ্ঠা করেন তিনি।

বর্তমানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমীর হিসেবে দায়িত্ব পালন করছেন। কিছুদিন কেন্দ্রীয় জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন। শ্রমীক নেতা ছিলেন। দীর্ঘদিন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতির দ্বায়িত্ব পালন করেন।

ইসলাম ধর্ম বিষয়ক তাঁর বেশ কিছু  প্রকাশিত গ্রন্থ রয়েছে। রাজনীতির পাশাপাশি জড়িত রয়েছেন বিভিন্ন সামাজিক কাজকর্মে।{ অসমাপ্ত…/ বিস্তারিত প্রকাশিতব্য গ্রন্থ- ‘আলোকিত চাঁপাইনবাবগঞ্জ’ www.alokito-chapainawabganj.com (চাঁপাইনবাবগঞ্জের দু’শো বছর ইতিহাসের বিশিষ্ট ব্যক্তিদের সংক্ষিপ্ত জীবনী ১ম ও ২য় খণ্ড) লেখক- মাহবুবুল ইসলাম ইমন}