বিশিষ্ট চিকিৎসক, স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক (অব.), চাঁপাইনবাবগঞ্জ জেলার সাবেক সিভিল সার্জন- ‘ডা.মুক্তারা বেগম’ ১৯৫৪ সালের ১৬ ডিসেম্বর চাঁপাইনবাবগঞ্জ শহরের কাঁঠালবাগিচা মহল্লার এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা প্রয়াত ডা.হাসান আলী ছিলেন একজন স্বনামধন্য চিকিৎসক।
মুক্তারা বেগম ১৯৭০ সালে এস.এস.সি (প্রথম বিভাগ), পরবর্তীতে কৃতিত্বের সাথে এইচ.এস.সি এবং রাজশাহী মেডিক্যাল কলেজ থেকে এম.বি.বি.এস পাস করে চিকিৎসা পেশায় নিজেকে নিয়োজিত করেন।
তৎকালীন নবাবগঞ্জ মহকুমা সদর হাসপাতালের প্রথম মহিলা চিকিৎসক হিসেবে তিনি দায়িত্ব পালন করেন। ১৯৮৪ সালে বি.সি.এস পাশ করে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগদান করেন। রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল, মিডফোর্ড হাসপাতাল, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ হাসপাতালে চিকিৎসক হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেন তিনি। মানিকগঞ্জ এবং চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ‘হেল্থ এ্যাডমিনিস্ট্রেটর’ হিসেবেও দায়িত্ব পালন করেন। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর ও নাচোল উপজেলার নৃতাত্ত্বিক সাঁওতাল গ্রুপের মা ও শিশুদের স্বাস্থ্যের উপর গবেষণা করেন তিনি। স্বাস্থ্য মন্ত্রণালয় ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার অধীনে D.P.M হিসেবে তিনি মা ও শিশুদের স্বাস্থ্য উন্নয়নের জন্য দেশের বিভিন্ন জেলা ও উপজেলাকে D.S.F Program এর অধীনে আনেন এবং মা ও শিশুদের স্বাস্থ্য উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। নিজ জেলা চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন হিসেবে সুনামের সাথে দীর্ঘদিন জেলা স্বাস্থ্য প্রশাসকের দায়িত্ব পালন করেন ডা.মুক্তারা বেগম। সর্বশেষ স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক হিসেবে তিনি অবসরগ্রহণ করেন। {অসমাপ্ত…/বিস্তারিত প্রকাশিতব্য গ্রন্থ- ‘আলোকিত চাঁপাইনবাবগঞ্জ’ www.alokito-chapainawabganj.com (চাঁপাইনবাবগঞ্জের দু’শো বছর ইতিহাসের বিশিষ্ট ব্যক্তিদের সংক্ষিপ্ত জীবনী) লেখক- মাহবুবুল ইসলাম ইমন}
মুক্তারা বেগম
