বাংলাদেশের অন্যতম বিশিষ্ট চিকিৎসক, স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক- প্রফেসর ডা.মিজানুর রহমান ১৯৪৮ সালের ১ জানুয়ারী চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের মিঞাপাড়ার সম্ভ্রান্ত মিঞা পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মমতাজ আহম্মেদ মিঞা এবং মাতার নাম আসিয়া খাতুন। একাত্তরের মহান মুক্তিযুদ্ধের সময় আহত মুক্তিযোদ্ধাদের জন্য স্থাপিত অস্থায়ী হাসপাতালে অত্যান্ত নিষ্ঠার সাথে মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সেবা দিয়েছেন এবং মুক্তিযোদ্ধাসহ মুক্তিযুদ্ধ সংক্রান্ত কার্যক্রমে, বিভিন্ন প্রকার সহোযোগিতা করেছেন তিনি। পেশাগত জীবনে তিনি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (২০০৩-০৪ইং)সহ স্বাস্থ্য মন্ত্রালয়/স্বাস্থ্য অধিদপ্তরের গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠ ছিলেন। সরকারি চাকুরি হতে অবসরগ্রহণ করে বর্তমানে বিভিন্ন সমাজসেবামূলক প্রতিষ্ঠান-কাজের সাথে জড়িত রয়েছেন। বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর কেন্দ্রীয় রাজনীতির সাথে জড়িত তিনি। ব্যক্তিগত জীবনে দুই সন্তানের জনক প্রফেসর ডা.মিজানুর রহমানের স্ত্রী হলেন মিসেস রোকেয়া খাতুন। {অসমাপ্ত…/বিস্তারিত প্রকাশিতব্য মূল গ্রন্থ- ‘আলোকিত চাঁপাইনবাবগঞ্জ’ (চাঁপাইনবাবগঞ্জের দু’শো বছর ইতিহাসের বিশিষ্ট ব্যক্তিদের সংক্ষপ্তি জীবনী)}