মাহবুবুল আলম

Share With
বাংলাদেশের গম্ভীরা গানের বর্তমান সময়ের জনপ্রিয় শিল্পী- নানা মাহবুবুল আলম। গম্ভীরা গান ও চাঁপাইনবাবগঞ্জের সাংস্কৃতিক অঙ্গনে দীর্ঘদিন ধরে অবদান রেখে চলেছেন। পাশাপাশি সাংবাদিকতা করছেন। জাতীয় দৈনিক পত্রিকা ইনকিলাবে জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছেন। চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতির দায়িত্বও পালন করেছেন।
‘মাহবুবুল আলম’ চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার দূর্গাপুর গ্রামে ১৯৫২ সালের ৮ জুলাই জন্মগ্রহণ করেন। তাঁর পিতা সাদাতুল ইসলাম এবং মাতা বিলকিসবানু। নবাবগঞ্জ হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ১৯৬৮ সালে মাধ্যমিক, নবাবগঞ্জ সরকারি কলেজ থেকে ১৯৭০ সালে উচ্চ মাধ্যমিক ও ১৯৮৩ সালে স্নাতক পাস করেন। ১৯৯৬ সালে তিনি গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান বিষয়ে ডিপ্লোমা করেন। তিনি শাহনেয়ামতুল্লাহ কলেজে গ্রন্থাগারিক হিসেবে দীর্ঘদিন কর্মরত ছিলেন।
ছাত্রজীবন থেকেই তিনি সংস্কৃতি অনুরাগী। ৪র্থ শ্রেণির ছাত্রাবস্থায় তিনি স্কুলের অনুষ্ঠানে গম্ভীরা গান পরিবেশন করে সবাইকে মুগ্ধ করেন। তবে গম্ভীরা অনুশীলন শুরু করেন ১৯৮৪ সালে। শহরের বিশিষ্ট আলকাপ শিল্পী বীরেন্দ্রনাথ ঘোষকে নাতি বানিয়ে তিনি গম্ভীরা গাওয়া শুরু করেন। ১৯৮৬ সালে তাঁর দল বাংলাদেশ বেতার রাজশাহীর তালিকাভুক্ত হয়। বীরেন ঘোষকে নিয়ে তিনি বাংলা একাডেমী, বাংলাদেশ শিল্পকলা একাডেমীসহ বিভিন্ন জাতীয় পর্যায়ের অনুষ্ঠানে গম্ভীরা পরিবেশন করেন।
বীরেন ঘোষের মৃত্যুর পর তিনি কিংবদন্তি গম্ভীরা শিল্পী ‘রকিবুদ্দীনের’ সঙ্গে জুটি বাঁধেন। পরবর্তী সময়ে ২০০২ সালে ফাইজুর রহমান মানির সঙ্গে জুটি বাঁধেন এবং অদ্যাবধি তাঁদের ‘চাঁপাই গম্ভীরা’ দলটি জেলার শীর্ষস্থানীয় দল হিসেবে বিবেচিত হচ্ছে। বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সরকারি অনুষ্ঠানগুলোতে প্রধানমন্ত্রীর সামনে গম্ভীরা পরিবেশন করেছেন এই মাহবুব-মানি জুটি। ‘চাঁপাই গম্ভীরা’ এ পর্যন্ত জেলাসহ সারাদেশে প্রায় ৫০০০ গম্ভীরা পরিবেশন করেছে, অর্জন করেছে ব্যাপক প্রশংসা।
মাহবুব আলম চাঁপাইনবাবগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি থেকে গুণীজন হিসেবে সম্মাননা পেয়েছেন। বিভিন্ন প্রতিষ্ঠান থেকে লাভ করেছেন অসংখ্য পুরস্কার ও সম্মাননা। গম্ভীরা ছাড়াও বিভিন্ন ধরনের আঞ্চলিকগান ও পুঁথিপাঠ করে পরিচিতি লাভ করেছেন তিনি। {অসমাপ্ত……/ বিস্তারিত প্রকাশিতব্য গ্রন্থ- ‘আলোকিত চাঁপাইনবাবগঞ্জ’ www.alokito-chapainawabganj.com (চাঁপাইনবাবগঞ্জের দু’শো বছর ইতিহাসের বিশিষ্ট ব্যক্তিদের সংক্ষিপ্ত জীবনী ১ম ও ২য় খণ্ড) লেখক- মাহবুবুল ইসলাম ইমন}