মুক্তিযুদ্ধকালীন ভারতের পশ্চিমবঙ্গের ‘অল ইন্ডিয়া রেডিও (আকাশবাণী)’ এর প্রখ্যাত সাংবাদিক, আন্তর্জাতিক মিডিয়া-সাংস্কৃতিক ব্যক্তিত্ব (কলকাতা দুরদর্শন কেন্দ্রের প্রতিষ্ঠাতা-পরিচালক), প্রথিতযশা কবি ও লেখক ‘পঙ্কজ সাহা’ ১৯৪৬ সালের ১২ মে চাঁপাইনবাবগঞ্জ শহরের হুজরাপুর মহল্লার এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা প্রয়াত মনিন্দ্রনাথ সাহা এবং মাতা প্রয়াত চঞ্চলা সাহা (ইলা সাহা)। ৫০ এর দশকে তাঁর পিতা মনিন্দ্রনাথ সাহা স্বপরিবারে কলকাতায় চলে গেলেও ছেলেবেলায় প্রায়ই তিনি চাঁপাইনবাবগঞ্জের এসে থাকতেন। শৈশব-কৈশোরের অনেকটা সময় তাঁর কেটেছে জন্মভূমি চাঁপাইনবাবগঞ্জ শহরে।
বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়ে তিনি ছিলেন ভারতের পশ্চিমবঙ্গের ‘অল ইন্ডিয়া রেডিও (আকাশবাণী, কলকাতা)’ এর সাংবাদিক। ১৯৭১ সালে স্বাধীনতার পক্ষে, জীবনের ঝুঁকি নিয়ে ‘অল ইন্ডিয়া রেডিও (আকাশবাণী)’ এর সংবাদসংগ্রহ এবং বঙ্গবন্ধু-মুক্তিযুদ্ধভিত্ত
১৯৭৪ সালে থেকে পঙ্কজ সাহা পশ্চিমবঙ্গ তথা পূর্ব ভারতের প্রথম এবং প্রধান টেলিভিশন সেন্টার ‘কলকাতা দুরদর্শন’ এর প্রতিষ্ঠাতা-পরিচালক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি কলকাতার ‘শান্তি নিকেতন দুরদর্শন কেন্দ্র’ এবং তৎকালীন বিহারের ‘রাচি দুরদর্শন কেন্দ্রের’ পরিচালকের দায়িত্বও পালন করেন। শুধু পরিচালক নন, সেই সময় বিভিন্ন অনুষ্ঠান নির্মাণ করে মিডিয়া ব্যক্তিত্ব হিসেবে তিনি উপমহাদেশে ব্যাপক খ্যাতি অর্জন করেন। লন্ডনের ‘বিবিসি বাংলায়’ সংবাদপাঠসহ বিভিন্ন অনুষ্ঠানও নির্মাণ করেন আন্তর্জাতিক মিডিয়া ব্যক্তিত্ব ‘পঙ্কজ সাহা’।
পঙ্কজ সাহা মূলত বাংলা ভাষার একজন প্রথিতযশা কবি। ভারত, বাংলাদেশসহ জাতীয়-আন্তর্জাতিক বিভিন্ন পত্র-পত্রিকায় তাঁর অসংখ্য লেখা প্রকাশিত হয়েছে। মৃত্যুর জন্মদিন, সময়ের নাম মানুষ, কালাধারে স্বপ্ন, কথা নদী, শব্দ ফেরেনা, আগুন আর বৃষ্টি প্রভৃতি তাঁর জনপ্রিয়-উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। পঙ্কজ সাহার প্রকাশিত সকল কাব্যগ্রন্থই বোদ্ধামহলে প্রশংসিত হয়েছে। বর্তমানে কবিতা, গান, নাটক, প্রবন্ধ প্রভৃতি লেখালেখি নিয়ে তিনি ব্যস্ত রয়েছেন। লেখালেখির পাশাপাশি ভারত ও বাংলাদেশের বিভিন্ন টেলিভিশনে আলোচনা-টক শোতে অংশগ্রহণ, অনুষ্ঠান প্রযোজনা, বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের অতিথি শিক্ষক হিসেবে শিক্ষাদান করছেন। কলকাতা ও ঢাকার বিভিন্ন সাংস্কৃতিক-সামাজিক প্রতিষ্ঠানের বিভিন্ন অনুষ্ঠান পরিচালনা-উপস্থাপনাসহ নানাবিধ সমাজসেবামূলক কাজের সাথেও তিনি যুক্ত রয়েছেন।
সাংবাদিকতা কিংবা কবিতা, গান, নাটক, প্রবন্ধ প্রভৃতি লেখালেখি-সাহিত্যকর্মের জন্য মাইকেল মধুসূদন পুরষ্কার, অল ইন্ডিয়া রাইটার্স এ্যাসোসিয়েশন পুরস্কার, নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের পুরস্কার, উত্তর আমেরিকার উৎসব সাহিত্য পত্রিকার পুরস্কার, সুইডেনের উত্তরদেশ পুরস্কার, হাওড়া পন্ডিত সমাজের পুরস্কার, সুনীল গঙ্গোপাধ্যায়ের বিচারে উত্তরবঙ্গের উৎসব স্বর্ণপদক, পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক ‘লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’সহ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বহু পুরস্কার, সম্মাননা অর্জন করেন তিনি। { অসমাপ্ত…/ বিস্তারিত প্রকাশিতব্য মূল গ্রন্থ- ‘আলোকিত চাঁপাইনবাবগঞ্জ’ (চাঁপাইনবাবগঞ্জের দু’শো বছর ইতিহাসের বিশিষ্ট ব্যক্তিদের সংক্ষিপ্ত জীবনী) }