দরুজ্জামান মিঞা

Share With

‘দরুজ্জামান মিঞা ওরফে রাজা মিঞা’ একজন সমাজসেবী, দানশীল ও শিক্ষানুরাগী ব্যক্তিত্ব। হাজী দরুজ্জামান মিঞা ১৯১৪ সালের ১৭ নভেম্বর চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের মহিপুর গ্রামের এক জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম জমিদার সাজ্জাদ আহম্মেদ মিঞা ও মাতার নাম হাজেরা বেগম।

দরুজ্জামান মিঞা ছিলেন চাঁপাইনবাবগঞ্জের তৎকালীন গোবরাতলা ইউনিয়ন বোর্ড এর প্রসিডেন্ট (দুই টার্ম)। গোবরাতলা ইউনিয়নসহ চাঁপাইনবাবগঞ্জে শিক্ষাবিস্তারে হাজী দরুজ্জামান ওরফে রাজা মিঞার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। পারিবারিকভাবে চার ভাই ও ছোট মায়ের সহযোগিতায় ১৯৪০ সালে তিনি চাঁপাইনবাবগঞ্জের মহিপুর প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। ১৯৬২ সালে তাঁর চার ভাই, ছোট মা ও স্থানীয় কয়েকজন গণ্যমান্য ব্যাক্তির সহযোগিতায় চাঁপাইনবাবগঞ্জের মহিপুর সাজ্জাদ আহম্মেদ মিঞা (এস.এ.এম) নিম্ন মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। বিদ্যালয়টি ১৯৬৬ সালে উচ্চ বিদ্যালয় হিসেবে স্বীকৃতি লাভ করে। রাজা মিঞা ও তাঁর চার ভাই, এক বোনের রেখে যাওয়া সম্পত্তির উপর তাঁর ছেলেদের ও ভাতিজাদের নেতৃত্বে এলাকার সুধীজনদের সহায়তায় পরবর্তীতে মহিপুর ডিগ্রি কলেজ,মহিপুর মহিলা দাখিল মাদ্রাসা, মহিপুর কওমি মাদ্রাসা, গোবরাতলা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স, গোবরাতলা ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স ভবন প্রতিষ্ঠিত হয়েছে।

রাজা মিঞা ১৯৪৪ সালে পরপর দুইবার গোবরাতলা ইউনিয়ন বোর্ড এর প্রসিডেন্ট (চেয়ারম্যান) ছিলেন। প্রেসিডেন্ট থাকার সময় ইউনিয়নের কয়েকটি কাঁচা রাস্তা, কয়েকটি ছোট ব্রিজ-কালভার্ট নির্মাণ করেন। সেই সময় বেশকয়েকটি কুয়াও খনন করেন।বিভিন্ন মসজিদ,মাদ্রাসার উন্নয়ন সাধন করেন। গোবরাতলা ইউনিয়নে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার চেষ্টায় ব্রত ছিলেন।

রাজা মিঞা ১৯৭৩ সালে ডাক বিভাগের কাছ থেকে ব্যক্তিগত তদবিরের মাধ্যমে মহিপুরে পোস্ট অফিস নিয়ে আসেন এবং মৃত্যু পর্যন্ত বিনা পারিশ্রমিকে পোস্ট মাষ্টার এর দায়িত্ব পালন করেন। পোস্ট অফিসটি ১৯৭৩-১৯৯৭ সাল পর্যন্ত তাঁর বাড়িতেই ছিলো। ১৯৫০-১৯৬০ সালের দিকে এলাকায় বাঘের উপদ্রব দেখা দেয়। সে সময় রাজা মিঞা বাঘের হাত থেকে মানুষের জীবন রক্ষার জন্য ৩টি বাঘ শিকার করে প্রশংসিত হোন। সমাজসেবী দরুজ্জামান মিঞা ১৯৭৮ সালের ২৩ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন। {অসমাপ্ত/বিস্তরিত প্রকাশিতব্য গ্রন্থ- ‘আলোকিত চাঁপাইনবাবগঞ্জ’ www.alokito-chapainawabganj.com (চাঁপাইনবাবগঞ্জের দু’শো বছর ইতিহাসের বিশিষ্ট ব্যক্তিদের সংক্ষিপ্ত জীবনী ১ম ও ২য় খণ্ড) লেখক- মাহবুবুল ইসলাম ইমন}