বিশিষ্ট রাজনীতিক-সমাজসেবী, শিক্ষক, লেখক-গবেষক ড. মুহাম্মাদ কেরামত আলী ১৯৫৮ সালে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার জালমাছমারী গ্রামের জন্মগ্রহণ করেন। পিতা- দাউদ আলী ও মাতা আনোয়ার বেগম।
শিক্ষা জীবনে তিনি কামিল ডবল (হাদিস ও তাফসির) এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে বিএ (অনার্স) ও এমএ ডবল (রাষ্ট্রবিজ্ঞান ও ইসলাম শিক্ষা) এবং পিএইচডি ডিগ্রী অর্জন করেন।
কলেজ-বিশ্ববিদ্যালয় জীবনে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের রাজনীতির সাথে যুক্ত ছিলেন। ১৯৮৫-১৯৮৮ পর্যন্ত রাজশাহী মহানগর ইসলামী ছাত্রশিবিরের সভাপতি, পরবর্তীতে কেন্দ্রীয় ছাত্রশিবিরের বিদেশ বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেন। এরপরে ১৯৯০ সালে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা জামায়াতের আমীর, ২০০১-২০০৬ পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের জেনারেল সেক্রেটারী, পরবর্তীতে জেলা জামায়াতের নায়েবে আমীর প্রভৃতি দায়িত্ব পালন করেন। বর্তমানে রাজশাহী মহানগর, জামায়াতের আমীর (৪ টার্ম) হিসেবে দায়িত্ব পালন করছেন।
মাওলানা ড. কেরামত আলী শিবগঞ্জের ফাজিল (স্নাতক) মাদ্রাসায় দীর্ঘদিন শিক্ষকতা করেন। কিছুদিন চাঁপাইনবাবগঞ্জ সিটি কলেজেও শিক্ষকতা করেছেন। পরে শিবগঞ্জের ফাজিল (স্নাতক) মাদ্রাসা থেকে রাষ্ট্রবিজ্ঞানের সহকারী অধ্যাপক হিসেবে অবসরগ্রহণ করেন।
‘চাঁপাইনবাবগঞ্জে ইসলাম প্রচারের এক শতাব্দী’ নামে ২০২২ সালে একটি গবেষণাধর্মী গ্রন্থ রচনা করেছেন তিনি। চাঁপাইনবাবগঞ্জ জেলার ইসলামের ইতিহাস বিষয়ক তাঁর এই গ্রন্থটি পাঠকমহলে প্রসংশিত হয়েছে। এছাড়াও বিভিন্ন পত্র-পত্রিকায় ইসলাম ধর্ম বিষয়ক তাঁর লেখা প্রকাশিত হয়েছে।
তিনি ২০০৯ সাল থেকে পরপর দুইবার চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হোন। নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে এলাকার উন্নয়নে অবদান রাখেন। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের শাহনেয়ামতুল্লাহ ইসলামী ট্রাস্টের চেয়ারম্যান, শিবগঞ্জ ইসলামী একাডেমীর সভাপতি, শিবগঞ্জ ইয়াতিম খানার সভাপতি, শিবগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের উপদেষ্টা, জালমাছমারী কেন্দ্রীয় মসজিদের সাবেক সভাপতি, আলোকিত চাঁপাইনবাবগঞ্জ ফাউন্ডেশনের আজীবন সদস্য, শিবগঞ্জ ডায়াবেটিক সমিতির আজীবন সদস্য, কোরআন শিক্ষা ফাউন্ডেশনের সভাপতিসহ রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠান ও সমাজসেবামূলক কাজের সাথে যুক্ত রয়েছেন। { অসমাপ্ত…/ বিস্তারিত প্রকাশিতব্য গ্রন্থ- ‘আলোকিত চাঁপাইনবাবগঞ্জ’ www.alokito-chapainawabganj.com (চাঁপাইনবাবগঞ্জের দু’শো বছর ইতিহাসের বিশিষ্ট ব্যক্তিদের সংক্ষিপ্ত জীবনী ১ম ও ২য় খণ্ড) লেখক- মাহবুবুল ইসলাম ইমন}