বিশিষ্ট কৃষি ব্যক্তিত্ব, সমাজসেবী ড.এফ.এইচ আনসারী ১৯৫৬ সালের ২২ এপ্রিল চাঁপাইনবাবগঞ্জ শহরের চৌহদ্দিটলার বালিয়াঘাট্টা গ্রামে জন্মগ্রহণ করেন।তাঁর পিতা প্রয়াত নজরুল ইসলাম ও মাতা বেগম নুরজাহান ইসলাম। ১৯৭৭ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বা¯ু‘বিদ্যা বিভাগ থেকে এম.এস.সি ডিগ্রী অর্জন করেন। পরবর্তীতে এই বিষয়ে তিনি পি.এইচ.ডি ডিগ্রী লাভ করেন। ড.আনসারী চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের শিক্ষা বিস্তার ও মানবকল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। দেশের কৃষিক্ষেত্রে বিভিন্ন ফসল ও ফল উৎপাদনে ড.আনসারীর অবদান উল্লেখযোগ্য। জাতীয়-স্থানীয় বিভিন্ন পত্র-পত্রিকায় তাঁর গবেষণামূলক বিভিন্ন লেখা প্রকাশিত হয়েছে। বিভিন্ন টিভি চ্যানেলের টক-শোর সুবক্তা হিসেবে ইতোমধ্যেই তিনি সুনাম অর্জন করেছেন। বর্তমানে তিনি এ.সি.আই লিমিটেডের (ঢাকা) নির্বাহী পরিচালকের দায়িত্বে রয়েছেন। সমাজসেবী ড.আনসারী তাঁর এলাকা চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর গরীব-মেধাবী শিক্ষার্থীসহ বিভিন্ন স্কুল-কলেজ, মসজিদ-মন্দিরে দান-অনুদানসহ বিভিন্ন প্রকার সহযোগিতা করে থাকেন। ঢাকাস্থ চাঁপাই নবাবগঞ্জ জেলা সমিতির পৃষ্ঠপোষক সদস্য, নির্বাহী কমিটির উপদেষ্টা পরিষদ সদস্যসহ ঢাকা, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক প্রতিষ্ঠানের সাথে যুক্ত রয়েছেন তিনি। ব্যক্তিগত জীবনে তিনি দুই ছেলে ও দুই মেয়ের জনক ড.এফ.এইচ আনসারীর স্ত্রী হলেন ডায়েনা আনসারী। {অসমাপ্ত…/বিস্তারিত প্রকাশিতব্য মূল গ্রন্থ- ‘আলোকিত চাঁপাইনবাবগঞ্জ’ (চাঁপাইনবাবগঞ্জের দু’শো বছর ইতিহাসের বিশিষ্ট ব্যক্তিদের সংক্ষপ্তি জীবনী)}