দেশবরেণ্য রবীন্দ্র ও নজরুল সংগীত শিল্পী প্রফেসর ইফফাত আরা নার্গিস ১৯৫৬ সালের ৮ জানুয়ারী চাঁপাইনবাবগঞ্জের বারোঘরিয়ার চামাগ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন।
তিনি কৃতী পরিবারের সন্তান। তাঁর পিতা প্রয়াত মুহাম্মদ আলাউদ্দিন একজন স্বনামধন্য শিক্ষক। তাঁর মাতার নাম প্রয়াত গোলেনুর বেগম। পাঁচ ভাই ও এক বোনের মধ্যে তিনি চতুর্থ সন্তান।
নন্দিত সংগীত শিল্পী- ইফফাত আরা নার্গিস বিভিন্ন টেলিভিশন ও বেতারের সরাসরি অনুষ্ঠানসহ জাতীয়-স্থানীয় পর্যায়ের বিভিন্ন অনুষ্ঠানে আধুনিক গানও গেয়ে থাকেন। শিক্ষা মন্ত্রণালয়ের অধীন জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম) এর তিনি দীর্ঘদিন মহাপরিচালকের দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা গার্হস্থ্য অর্থনীতি সরকারি কলেজের অধ্যক্ষেরও দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক কাজের সাথে যুক্ত রয়েছি। বর্তমানে তিনি নতুন ধারার গবেষণাধর্মী-সেবামূলক প্রতিষ্ঠান ‘আলোকিত চাঁপাইনবাবগঞ্জ ফাউন্ডেশন’ এর ভাইস চেয়ারম্যান এবং ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। {অসমাপ্ত/বিস্তরিত প্রকাশিতব্য গ্রন্থ- ‘আলোকিত চাঁপাইনবাবগঞ্জ’ www.alokito-chapainawabganj.com (চাঁপাইনবাবগঞ্জের দু’শো বছর ইতিহাসের বিশিষ্ট ব্যক্তিদের সংক্ষিপ্ত জীবনী ১ম ও ২য় খণ্ড) লেখক- মাহবুবুল ইসলাম ইমন}