বাংলাদেশের প্রথিতযশা চক্ষু বিশেষজ্ঞ ও কনসালটেন্ট (অফথালমোলোজিষ্ট) ডা.মো.আয়াজ উদ্দিন ১৯৩৫ সালের ৩০ এপ্রিল চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার অনুপনগরের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম আব্দুর রহমান। উত্তরবঙ্গের বৃহত্তর, আধুনিক চক্ষু হাসপাতাল- ‘চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতাল’ এর স্বপ্নদ্রষ্টা-উদ্যোক্তা, প্রতিষ্ঠাতা সদস্য এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা, বাংলাদেশ অন্ধ কল্যাণ সমিতির বর্তমান সভাপতি ডা.মো.আয়াজ উদ্দিন। সম্প্রতি ‘চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতালটি’ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী- শেখ হাসিনা উদ্বোধন করেছেন। ‘চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতালের’ প্রধান উপদেষ্টা, চক্ষু বিশেষজ্ঞ এবং কনসালটেন্ট হিসেবে বর্তমানে বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ- ডা.মো.আয়াজ উদ্দিন দায়িত্ব পালন করছেন। এছাড়াও চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন সমাজসেবামূলক প্রতিষ্ঠান পরিচালনা ও প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেন সমাজসেবী- ডা.মো.আয়াজ উদ্দিন।
ডা.মো.আয়াজ উদ্দিন ১৯৬৫ সাল থেকে ১৯৯২ সাল পর্যন্ত প্রায় ৩০ বছর সুনাম এবং সাফল্যের সাথে সরকারি চিকিসক হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজ (পিজি হাসপাতাল) হাসপাতালের পরিচালকের দায়িত্ব পালন প্রখ্যাত চক্ষু বিশেষজ্ঞ- ডা.মো.আয়াজ উদ্দিন। তিনি দেশ ও বিদেশের বিভিন্ন বিখ্যাত হাসপাতালে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ডা.মো.আয়াজ উদ্দিন ছিলেন সাবেক এম.ডি, ডিওএমএস, এফসিইডি, ইউ.এস.এ।
# Dr. Md. Ayazuddin { MD, DOMS, FCED (USA)}-Membership of other organizations : 1. Life Member, B.M.A. 2. Patron Ophthalmological Society of Bangladesh (OSB) 3. Life Member, National Heart Foundation, Dhaka 4. Life Member, BNSB, Chapai Nawabganj Branch 5. Life Member, Bangladesh Private Medical Practitioners Association. Dhaka 6. Life Member, Bangladesh Retired Govt. Employees Welfare Association 7. Life Member, Bangladesh Geriatric Society, Bangladesh 8. Life Member, Greater Rajshahi Association, Dhaka 9. Life Member , Chapai Nawabganj Zilla Samity in Dhaka 10. Life Member, Bangladesh Diabetic Association, Chapai Nawabganj Branch 11. Life Member, Red Crescent Society, Chapai Nawabganj Branch 12. International Member, American Academy of Ophthalmology, USA 13. Member, American Society of Cataract & Refractive Surgery, USA 14. Life Member, American Medical Society of Vienna, Austria 15. Life Member, All India Ophthalmological Society, India, Delhi # ETC… {অসমাপ্ত…/ বিস্তারিত প্রকাশিতব্য মূল গ্রন্থ- ‘আলোকিত চাঁপাইনবাবগঞ্জ’ (চাঁপাইনবাবগঞ্জের দু’শো বছর ইতিহাসের বিশিষ্ট ব্যক্তিদের সংক্ষপ্তি জীবনী)}