‘প্রফেসর ড. এম আমিনুল ইসলাম’ দেশের প্রথিতযশা শিক্ষাবিদ ও পদার্থ বিজ্ঞানী। সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য (ভিসি), অন্তবর্তীকালীন সরকারের প্রতিমন্ত্রী মর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (শিক্ষা) ‘প্রফেসর ড. এম আমিনুল ইসলাম’ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জন্মগ্রহণ করেন।
তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় পদার্থবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক। ২০০২ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি এবং ২০০৬ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট-এর উপাচার্য (ভিসি) এর দায়িত্ব পালন করেন।
তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (১৯৬৬-১৯৬৯) ও স্নাতকোত্তর (১৯৬৯-১৯৭০)। ১৯৭৪ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পদার্থ বিজ্ঞান বিভাগের দীর্ঘদিন শিক্ষকতা করেন। তিনি কানাডিয়ান কমনওয়েলথ স্কলারশিপ নিয়ে কানাডার ম্যাকমাস্টার ইউনিভার্সিটি থেকে নিউক্লিয়ার ফিজিক্সে এমএস (১৯৭৭-১৯৭৯) ও পিএইচডি ডিগ্রি (১৯৭৯-৮২) অর্জন করেন। পরবর্তীকালে একই বিশ্ববিদ্যালয় থেকে তিনি দুই দফা পোস্টডক্টরিয়াল ফেলোশিপ লাভ করেন। ১৯৯৯ ও ২০০১ সালে তিনি যুক্তরাষ্ট্রের ওকরিজ ন্যাশনাল ল্যাবরেটরিতে ভিজিটিং স্কলার হিসাবে গবেষণা করেন। প্রফেসর আমিনুল ইসলাম ১৯৯৫ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ও ১৯৯৬ সালে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের নির্বাচিত সভাপতির দায়িত্ব পালন করেন।
প্রফেসর আমিনুল ইসলাম জানুয়ারি ২০১৮ থেকে আগস্ট ২০২৩ পর্যন্ত বাংলাদেশ মেডিকেল ফিজিক্স এসোসিয়েশন-এর সভাপতি ছিলেন। আগস্ট ২০১৬ থেকে অদ্যাবধি টিএমএসএস-এর এডভাইজার এবং জুলাই ২০২১ সাল থেকে টিএমএসএস ক্যান্সার কেয়ার সেন্টার বাস্তবায়নের জন্য স্টিয়ারিং কমিটির ভাইস চেয়ারম্যান ও চিকিৎসা শুরু হবার পর ম্যানেজমেন্ট কমিটির ভাইস চেয়ারম্যান হিসাবে অদ্যাবধি দায়িত্ব পালন করে আসছেন।
সম্প্রতি ২০২৪ সালে অন্তবর্তীকালীন সরকারের প্রতিমন্ত্রী মর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (শিক্ষা) হিসেবে নিয়োগপ্রাপ্ত হোন। ৪ মাস দায়িত্ব পালন শেষ তিনি সরকারের মন্ত্রী পরিষদ (উপদেষ্টা পরিষদ) থেকে ব্যক্তিগত কারণে পদত্যাগ করেন। {অসমাপ্ত/বিস্তারিত প্রকাশিতব্য গ্রন্থ- ‘আলোকিত চাঁপাইনবাবগঞ্জ’ www.alokito-chapainawabganj.com (চাঁপাইনবাবগঞ্জের দু’শো বছর ইতিহাসের বিশিষ্ট ব্যক্তিদের সংক্ষিপ্ত জীবনী ১ম ও ২য় খণ্ড) লেখক- মাহবুবুল ইসলাম ইমন}