আব্দুস সালাম

Share With
বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবী ‘ডা. আব্দুস সালাম’ ১৯৬৩ সালের ২৫ ডিসেম্বর চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চককীতি এলাকায় জন্মগ্রহণ করেন। তাঁর পিতা সাইফুদ্দিন মিঞা ও মাতা জুলেখা বেগম।
১৯৭৮ সালে শিবগঞ্জের চককীর্তি উচ্চ বিদ্যালয় থেকে এস.এস.সি, ১৯৮০ সালে রাজশাহী সরকারি কলেজ থেকে তিনি এইচ.এস.সি পাস করেন। রাজশাহী মেডিক্যাল কলেজ থেকে ১৯৮৬ সালে এম.বি.বি.এস এবং ঢাকা মেডিক্যাল কলেজ থেকে এ্যানেসথেসিওলজি বিষয়ের উপর স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন।
রাজশাহী মেডিক্যাল কলেজের ছাত্রাবস্থায় তিনি প্রগতিশীল ছাত্ররাজনীতির সাথে যুক্ত ছিলেন। ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন- বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, রাজশাহী মেডিক্যাল কলেজ শাখার সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্ব পালন করেন। ছাত্র সংগ্রাম পরিষদের ব্যানারে তৎকালীন স্বৈরাচার বিরোধী আন্দোলনে রাজশাহীতে ছাত্রনেতা হিসেবে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালকের দায়িত্ব পালন করেছেন বহুদিন। এর আগে নিলফামারী, কুড়িগ্রাম, জয়পুরহাট ও ঢাকার বিভিন্ন সরকারি হাসপাতালে মেডিক্যাল অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন।
দীর্ঘদিন তিনি চিকিৎসকদের পেশাজীবী সংগঠন- বিএমএ ও স্বাচিপে নেতৃত্ব দিয়েছেন। ২০১২-২০১৬ সাল পর্যন্ত বাংলাদেশ মেডিক্যাল এ্যাসোসিয়েশন (বি.এম.এ), চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতির দায়িত্ব পালন করেন। দীর্ঘদিন স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) এর সভাপতির দায়িত্বও পালন করেন।
শুধু চিকিৎসক নয়, সমাজসেবী হিসেবেও তাঁর সুনাম রয়েছে। অসহায়, বৃদ্ধ মানুষদের আজীবন থাকা, খাওয়া ও চিকিৎসার ব্যবস্থা করার লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জের স্থানীয় মানুষদের নিয়ে তিনি ‘মহানন্দা প্রবীণ নিবাস’ গড়ে তোলেন। ২০১২ সালে প্রবীণ নিবাস (বৃদ্ধাশ্রম) গড়ার লক্ষ্যে ১৯ জন প্রতিষ্ঠাকালীন সদস্যের আহ্বায়ক কমিটির প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক ছিলেন ডা. আব্দুস সালাম। ২০১৬ সালে স্থানীয় গাবতলা মোড়ের একটি ভাড়া বাসায় প্রবীণ নিবাসের কার্যক্রম শুরু হয়। এরপর ২০২১ সালে চাঁপাইনবাবগঞ্জের আতাহার এলাকার দক্ষিণ শহরে প্রবীণ নিবাসের নিজস্ব-স্থায়ী ঠিকানায় স্থানান্তর করা হয়। সেবামূলক এই প্রতিষ্ঠানের স্থায়ী ঠিকানার জন্য জমিদান করেন প্রবীণ নিবাসের প্রতিষ্ঠাকালীন সদস্য ও বিশিষ্ট চিকিৎসক ডা. আবুল হাসান, ডা.ময়েজ উদ্দিন, ডা. আনোয়ার জাহিদ রুবেনসহ আরও বেশ কয়েকজন। বর্তমানে ডা. আব্দুস সালাম মহানন্দা প্রবীণ নিবাসের প্রতিষ্ঠাতা-সভাপতির দায়িত্ব পালন করছেন। উল্লেখ্য যে, স্থায়ী ভবন নিমার্ণসহ সেবামূলক প্রতিষ্ঠানটিকে পূর্ণাঙ্গ গড়ে তোলার ক্ষেত্রে স্থানীয় আরও অনেক ব্যক্তিবর্গের বিভিন্নরকম অবদান রয়েছে।
ক্যানসার সোসাইটি, চাঁপাইনবাবগঞ্জের আহবায়ক, আমপাতা খেলাঘর আসরের উপদেষ্টা, চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিক সমিতির আজীবন সদস্য, জেলা শিল্পকলা একাডেমীর সদস্য, সাধারণ পাঠাগারের আজীবন সদস্য, রেডক্রিসেন্ট সোসাইটির সদস্যসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে যুক্ত রয়েছেন। বর্তমানে তিনি চাঁপাইনবাবগঞ্জ শহরের মিস্ত্রীপাড়ায় বাড়ি করে পরিবারসহ স্থায়ীভাবে বসবাস করছেন। {অসমাপ্ত……/ বিস্তারিত প্রকাশিতব্য গ্রন্থ- ‘আলোকিত চাঁপাইনবাবগঞ্জ’ www.alokito-chapainawabganj.com (চাঁপাইনবাবগঞ্জের দু’শো বছর ইতিহাসের বিশিষ্ট ব্যক্তিদের সংক্ষিপ্ত জীবনী ১ম ও ২য় খণ্ড) লেখক- মাহবুবুল ইসলাম ইমন}