আপেল আবদুল্লাহ খ্যাতিমান কবি ও সংগঠক। সরকারের সাবেক অতিরিক্ত সচিব ‘আপেল আবদুল্লাহ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে জন্মগ্রহণ করলেও থাকেন ঢাকায়।
বিসিএস-৮২ ব্যাচে সিভিল সার্ভিসে যোগ দিয়ে ৩১ বছর সুনাম এবং সাফল্যের সাথে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপ-প্রেস সচিব (১৯৯৬-২০০০ মেয়াদে) হিসেবেও দায়িত্ব পালন করেন। বিশ্ববিদ্যালয় জীবন থেকে অদ্যাবধি সাহিত্য-সাংস্কৃতিক অঙ্গনে অবদান রেখে চলেছেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগ এ্যালামনাই-এর প্রতিষ্ঠাতা সভাপতি, নাচোল কল্যাণ ফাউন্ডেশনের পরিচালনা পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি, আলোকিত চাঁপাইনবাবগঞ্জ ফাউন্ডেশনের উপদেষ্টা সদস্য, জাতীয়ভিত্তিক সামাজিক-সাংস্কৃতিক সংগঠন দিয়াড় এর সভাপতি, বিসিএস ৮২ ফোরামের সহ-সভাপতি, বিসিএস ইনফরমেশন এ্যাসোসিয়েশনের মহাসচিব, জাতীয় প্রেসক্লাবের সহযোগী সদস্য প্রভৃতি দায়িত্ব পালন করেছেন।
ছাত্রজীবনে ছাত্রলীগের প্রগতিশীল রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। মুক্তিযুদ্ধে সময় চাঁপাইনবাবগঞ্জের নাচোলের প্রতিরোধ সংগ্রাম ও প্রতিরোধ যুদ্ধে অংশগ্রহণ করেন। কবিতা, গবেষণাসহ তাঁর প্রকাশিত বেশ কিছু মৌলিক গ্রন্থ রয়েছে। সম্পাদনা গ্রন্থ রয়েছে আরও কিছু। {অসমাপ্ত……/ বিস্তারিত প্রকাশিতব্য গ্রন্থ- ‘আলোকিত চাঁপাইনবাবগঞ্জ’ www.alokito-chapainawabganj.com (চাঁপাইনবাবগঞ্জের দু’শো বছর ইতিহাসের বিশিষ্ট ব্যক্তিদের সংক্ষিপ্ত জীবনী-১ম ও ২য় খণ্ড), লেখক- মাহবুবুল ইসলাম ইমন}