বাংলাদেশের অন্যতম বিশিষ্ট প্রকৌশলী, বাংলাদেশ রসায়ন শিল্প সংস্থা (BCIC), স্টিল এ্যান্ড ইঞ্জিনিয়ারিং কর্পোরেশনের সাবেক চেয়ারম্যান- ইঞ্জিনিয়ার মো.নেফাউর রহমান ১৯৩৬ সালে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রাণীহাটির বাবুপুরে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা প্রয়াত মঞ্জুর আহমেদ মিঞা। তিনি ১৯৫১ সালে নবাবগঞ্জ হরিমোহন ইনস্টিটিউট থেকে ম্যাট্রিকুলেশন এবং ১৯৫৩ সালে রাজশাহী কলেজ থেকে কৃতিত্বের সাথে ইন্টারমিডিয়েট পাশ করেন। মেধাবী ছাত্র নেফাউর রহমান ১৯৫৭ সালে আহসানউল্লাহ ইঞ্জিনিয়ারিং কলেজ হতে ‘ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স বিভাগে’ (প্রথম বিভাগে দ্বিতীয়) গ্র্যাজুয়েট ডিগ্রী অর্জন করেন। ছাত্রজীবনে বেশ কিছু বৃত্তি লাভ করেন তিনি। তিনিই প্রথম চাঁপাইনবাবগঞ্জের গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার।
১৯৫৮ সালে তৎকালীন পাকিস্তান ইন্ডাসট্রিয়াল ডেভলপমেন্ট করপোরেশন (PIDC) এর এ্যাসিসটেন্ট ইঞ্জিনিয়ার হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে তিনি উক্ত প্রতিষ্ঠানের ম্যানেজার, চিফ ইঞ্জিনিয়ারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। বাংলাদেশ রসায়ন শিল্প সংস্থা (বিসিআইসি), স্টিল এ্যান্ড ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন, বিটিএমসি, এইচবি, বিএসএফআইসি, বিএসইসি, বিজেএমসি প্রভৃতি ইঞ্জিনিয়ারিং সংশ্লিষ্ট (সরকারি) প্রতিষ্ঠানের সাবেক চেয়ারম্যান হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেন বাংলাদেশের অন্যতম বিশিষ্ট প্রকৌশলী- ইঞ্জিনিয়ার মো.নেফাউর রহমান।
বর্তমানে তিনি সরকারি চাকুরি হতে অবসরগ্রহণ করে বিভিন্ন সরকারি-বেসরকারি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের উপদেষ্টা, কনসালটেন্ট হিসেবে জড়িত রয়েছেন। ১৯৮৬-১৯৯২ সাল পর্যন্ত CONCOPE (a Govt. recognized Consultative Committee of all Public Enterprises) এর নির্বাচিত চেয়ারম্যান, বাংলাদেশ ইঞ্জিনিয়ার ইন্সটিটিউটের লাইফ মেম্বার, BSTQM (Bangladesh Society of Total Quality Management) এর উপদেষ্টা, BUET এর সিন্ডিকেট মেম্বার, Bangladesh Institutes of Technology এর কাউন্সিল মেম্বার, জনতা ব্যাংক ও পূবালী ব্যাংকের বোর্ড মেম্বারসহ সরকারি-বেসরকারি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের বিভিন্ন পদে দায়িত্ব পালন করে বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখেছেন তিনি। {অসমাপ্ত…/বিস্তারিত প্রকাশিতব্য মূল গ্রন্থ- ‘আলোকিত চাঁপাইনবাবগঞ্জ’ (চাঁপাইনবাবগঞ্জের দু’শো বছর ইতিহাসের বিশিষ্ট ব্যক্তিদের সংক্ষপ্তি জীবনী)}