দুরুল হোদা

Share With
একাত্তরের রণাঙ্গণের অন্যতম বীর মুক্তিযোদ্ধা, রাজশাহী মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার, রাজশাহী-১ এর সাবেক সংসদ সদস্য, বিশিষ্ট রাজনীতিক ‘দুরুল হোদা’ ১৯৫৭ সালের ২ ফেব্রুয়ারি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোল্লাটোলার উজিরপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম আব্দুল কুদ্দুস এবং মাতার নাম জীবন নেসা। তিন ভাই ও দুই বোনের মধ্যে ‘দুরুল হোদা’ পিতা-মাতার জ্যোষ্ঠ সন্তান।
১৯৭১ সালে ভারতের শিলিগুড়ি থেকে ট্রেনিং নিয়ে ৭ নং সেক্টরের সাব-সেক্টর কমান্ডার বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহীউদ্দিন জাহাঙ্গীর এবং ব্রি.জেনারেল গিয়াস উদ্দিন আহমেদ চৌধুরীর নেতৃত্বে তিনি মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। শিবগঞ্জের মোহদীপুর সাব-সেক্টরের কানসাট-কলাবাগানসহ বেশ কিছু পয়েন্টের যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ৯০ এর দশকে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, রাজশাহী ইউনিটের কমান্ডার হিসেবেও তিনি দায়িত্ব পালন করেন।
বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে রাজশাহী জেলাসহ জাতীয় পার্টির শীর্ষ পর্যায়ে নেতৃত্ব দিয়েছেন তিনি। ১৯৮৮ সালে রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের সংসদ সদস্য এবং ১৯৯০ সালে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব পালন করেন বিশিষ্ট রাজনীতিক ‘দুরুল হোদা’।
‘ঢাকাস্থ চাঁপাই নবাবগঞ্জ জেলা সমিতি’ থেকে সূর্য সন্তান-বীর মুক্তিযোদ্ধা ‘দুরুল হোদাকে’ ‘চাঁপাই উৎসব-২০১৪ সম্মাননা-পদক’ প্রদান হয়। ব্যক্তিজীবনে দুই মেয়ে ও এক ছেলের জনক দুরুল হোদা স্ত্রী-সন্তান-পরিবার নিয়ে বর্তমানে রাজশাহীতে স্থায়ীভাবে বসবাস করছেন। { অসমাপ্ত…/ বিস্তারিত প্রকাশিতব্য মূল গ্রন্থ- ‘আলোকিত চাঁপাইনবাবগঞ্জ’ (চাঁপাইনবাবগঞ্জের দু’শো বছর ইতিহাসের বিশিষ্ট ব্যক্তিদের সংক্ষিপ্ত জীবনী) }